আজকাল ওয়েবডেস্ক: টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথনের প্রচারে এবার ঝুলন গোস্বামী। সোমবার সকালে দক্ষিণ কলকাতার বিএসএস স্কুলের প্রায় ৪০০ জন ছাত্রী ক্রিকেট আইকনের সঙ্গে ফিটনেস ট্রেনিং এবং জুম্বাতে অংশগ্রহণ করে। সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের জন্য শরীরচর্চা গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মাধ্যমে এই বার্তাই তুলে ধরা হয়। ফিটনেস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলকাতার এই স্কুলে যান ঝুলন। সেখানে চাকদা থেকে লর্ডসে নিজের যাত্রার কাহিনী তুলে ধরেন। তাঁর কথায় অনুপ্রাণিত স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীরা। ঝুলন বলেন, "বর্তমানে পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শরীর এবং মন ভাল রাখতে ফিটনেস এবং স্পোর্টস সমানভাবে গুরুত্বপূর্ণ। লক্ষ্যে পৌঁছতে সংকল্প, শৃঙ্খলা, অধ্যাবসা জরুরি। তবে সেটার জন্য প্রয়োজন সুস্থ মানসিকতা। চরিত্রের নেতিবাচক দিকগুলোকে মোটিভেশন হিসেবে কাজে লাগাতে হবে। সেটার জন্য নিজেকে সম্পূর্ণ ফিট রাখতে দৌড় বা অন্য কোনও স্পোর্টসের সঙ্গে যুক্ত রাখা উচিত।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোক্যাম ইন্টারন্যাশনালের আঞ্চলিক ডিরেক্টর প্রশান্ত সাহা। তিনি জানান, টাটা স্টিল ম্যারাথনে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনার জন্য বিজয় দিবস ট্রফি সংগঠিত করে তাঁরা দেশের জওয়ানদের কুর্নিশ জানতে চান। এদিনের কর্মশালায় ছিলেন বিএসএস স্কুলের প্রিন্সিপাল সুনিতা সিংও। ছাত্রীদের জন্য স্কুলের স্পোর্টস পরিকাঠামো তুলে ধরেন তিনি। পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের অনুমোদনে ১৭ ডিসেম্বর সকালে হবে টাটা স্টিল কলকাতা ২৫ কে ম্যারাথন।