২২ ডিসেম্বর, উইন্টার সলস্টিস বা দক্ষিণায়ন। অর্থাৎ ২১ ডিসেম্বরের রাত হচ্ছে উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত। আর এই রাতই কিন্তু পারে আপনার ভাগ্যের হাল ফেরাতে। তার জন্য করতে হবে একটি বিশেষ টোটকা। কী? জেনে নিন সেটাই। ছবি- সংগৃহীত
2
6
২১ ডিসেম্বরের রাত বছরের সেই একটি মাত্র রাত যেদিন আপনি আপনার ভাগ্যের দশা বদলাতে পারেন। জীবন কোন দিকে এগোবে সেটা নির্ধারণ করতে পারে। আর তার জন্য আপনাকে এই ছোট্ট টোটকা করতে হবে। ছবি- সংগৃহীত
3
6
এই টোটকায় লাগবে একটি তামার ঘট। ২১ ডিসেম্বর রাতে, এই তামার ঘটে জল ভরে তাতে সামান্য কটা চাল এবং অল্প একটু গুড় ফেলে দিন। এবার ঘটটিতে ঢাকনা লাগিয়ে আপনার বাড়ির যেটা পূর্ব দিক সেদিকে রেখে দিন। ছবি- সংগৃহীত
4
6
পরদিন সকালে অর্থাৎ ২২ ডিসেম্বর স্নান করে, পরিষ্কার জামা পরে এই জল সূর্যদেবকে অর্পণ করুন। একই সঙ্গে তাঁর কাছে মনে মনে বলুন, 'আমার জীবন যেন অন্ধকার থেকে আলোর পথে চালিত হয়।' ছবি- সংগৃহীত
5
6
এটা টোটকা করলে সূর্যদেবের কৃপা লাভ করবেন। আর সকলেই জানেন ২০২৬ সাল সূর্যের বছর। আগামী বছর ভাল কাটবে, আত্মবিশ্বাস বাড়বে। ইতিবাচকতা বাড়বে জীবনে। আপনার যা মনস্কামনা রয়েছে সেটা পূর্ণ হবে, বাধা, বিপত্তি দূর হবে। ভাগ্যের হাল শুধরাবে, কেরিয়ারে উন্নতি ঘটবে। ছবি- সংগৃহীত
6
6
ভাগ্যের হাল ফেরাতে চাইলে ২১ ডিসেম্বর রাতে ঘুমানোর আগে এই ছোট্ট টোটকা করুন। ছবি- সংগৃহীত