জিতু-দিতিপ্রিয়া থেকে মেসি-শুভশ্রী! ২০২৫ জুড়ে রইল বিতর্কের মরশুম, দেখুন এক নজরে
নিজস্ব সংবাদদাতা
২১ ডিসেম্বর ২০২৫ ১৫ : ৩১
শেয়ার করুন
1
5
জিতু-দিতিপ্রিয়া বিতণ্ডা: অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তিনি সমাজমাধ্যমে দু’জনের কথোপকথনের একাধিক স্ক্রিনশট প্রকাশ করেন। দিতিপ্রিয়ার দাবি ছিল, ওই বার্তাগুলি আপত্তিজনক এবং অসম্মানজনক। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। অভিযোগ অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া দেন জিতু কামালও। আত্মপক্ষ সমর্থনে তিনিও নিজের তরফে একাধিক স্ক্রিনশট শেয়ার করেন এবং গোটা বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে, সমস্ত মতবিরোধ মিটিয়ে দু’জনকেই ফের একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। তবে সেই সমঝোতা দীর্ঘস্থায়ী হয়নি। কাজের পরিবেশ নিয়ে অসন্তোষের জেরে শেষ পর্যন্ত ধারাবাহিকটি ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া। ঘটনায় ফের নতুন করে চর্চা শুরু হয় টেলিপাড়ায়।
2
5
রিয়া গাঙ্গুলির সম্পর্কের ভাঙাগড়া: কিছুদিন আগেই ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের সংসার ভাঙার খবর সামনে এসেছিল। স্বামী, পরিচালক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটার কথাও সমাজমাধ্যমে নিজেই জানিয়েছিলেন রিয়া। দুই সন্তানকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্তের কথাও প্রকাশ্যে আনেন তিনি। দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ‘অসুস্থ দাম্পত্য’ থেকে বেরিয়ে আসার ইচ্ছার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। তবে সেই সমীকরণে এবার বড় মোড়। দাম্পত্যের এক যুগ পেরিয়ে আবারও কাছাকাছি এলেন রিয়া-অরিন্দম। বিবাহবার্ষিকীতে সমাজমাধ্যমে একসঙ্গে তোলা ছবি ভাগ করে নিয়ে স্বামীর কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক জোড়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
3
5
দেব-শিবপ্রসাদের বন্ধুত্ব: ২০২৪ সাল। ‘বহুরূপী’ বনাম ‘টেক্কা’ বিতর্কে উত্তাল হয়েছিল টলিউড। অভিনেতা-সাংসদ দেবের অনুরাগীদের একাংশের অকথ্য আক্রমণের শিকার হয়েছিলেন প্রযোজক-পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশের দ্বারস্থ হতে হয় শিবপ্রসাদের স্ত্রী, অভিনেত্রী জিনিয়া সেনকে। বিতর্ক ঘিরে তোলপাড় পড়ে যায় ইন্ডাস্ট্রিতে। তবে সে সব এখন অতীত। পুরনো তিক্ততা ভুলে এক মঞ্চে দেখা গেল দেব ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। ফেডারেশনের উৎকর্ষ সম্মান প্রদান অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি যেন সেই দীর্ঘদিনের বিতর্কে ইতি টানল।
4
5
দেব-শুভশ্রী বিতণ্ডা: প্রায় এক দশকের অপেক্ষা। মুক্তি পেয়েছিল ‘ধূমকেতু’। ফের পর্দায় আবির্ভাব দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। চুটিয়ে ছবির প্রচারও করেছিলেন তাঁরা। নস্টালজিয়ার স্রোতে ভেসে ‘ধূমকেতু’ দেখতে প্রেক্ষাগৃহে ঢল নামে দর্শকের। ব্লকবাস্টার তকমা পায় ছবি। কিন্তু তারপরেই শুরু হয় বিতণ্ডা। এক সাক্ষাৎকারে দেব মন্তব্য করেন, বর্তমান সময়ে ছবিটি তৈরি হলে হয়তো শুভশ্রীকে আর নায়িকার চরিত্রে নিতেন না তিনি। তাঁর মতে, সময়ের সঙ্গে অভিনেত্রীর মুখ থেকে সেই ‘ইনোসেন্স’ হারিয়ে গিয়েছে। দেবের এই বক্তব্য ভালভাবে নেননি শুভশ্রী। পাল্টা প্রশ্ন তুলে তিনি জানতে চান, তিনি কি শুধুমাত্র একজন নারী বলেই এমন মন্তব্যের মুখে পড়লেন? দুই সন্তানের মা ও পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী স্পষ্ট জানিয়ে দেন, এমন মন্তব্য কেউ করতে পারেন, তা তাঁর কল্পনাতীত। বিষয়টি ঘিরে তখন যথেষ্ট বিতর্কও তৈরি হয়েছিল।
5
5
মেসি-শুভশ্রী বিতর্ক: ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। উন্মাদনার মাঝেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ ওঠে, বহু দর্শক নিজের পকেটের টাকা খরচ করে এলেও মাঠে মেসিকে ঠিকমতো দেখার সুযোগ পাননি। প্রত্যাশা পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মেসির সঙ্গে দেখা করতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শুভশ্রী। মনে করা হচ্ছে, বিশেষ আমন্ত্রণ পেয়েই সেখানে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। শুধু তা-ই নয়। তাঁর পাশে দাঁড়িয়ে লেন্সবন্দিও হয়েছেন রাজ-ঘরনি। আর তারপরেই তাঁকে ঘিরে চলতে থাকে অবিরত আক্রমণ। জল এত দূর গড়ায় যে, পুলিশের দ্বারস্থ হতে হয় রাজ চক্রবর্তীকে। ভিডিও বার্তায় গর্জে ওঠেন শুভশ্রীও। জানান, তাঁর ছেলেমেয়েদেরও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।