অভিনেত্রী ঊর্মিলা মাতোন্ডকর শিশুশিল্পী হিসাবে ১৯৭৭ সালের ছবি ‘কর্ম’এর মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি নেন। তারপর ১৯৯১ সালে ‘নরসিংহ’  ছবিতে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘সত্য’, ‘কউন’, ‘ভূত’, ‘পিঞ্জর’এর মতো একের পর এক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি গড়ে তোলেন ঊর্মিলা। তবে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকায় দর্শকের একাংশ ধরে নিয়েছিলেন, হয়তো বলিউড থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেত্রী।

এই জল্পনা নিয়ে সম্প্রতি এক দেওয়া সাক্ষাৎকারে ঊর্মিলা বলেন, “কাজের ক্ষেত্রে আমি সবসময়ই বেছে সিদ্ধান্ত নিয়েছি। তাই কেউ যদি মনে করেন আমি আর ছবি করছি না, তা হলে তাঁদের দোষ দেওয়ার কিছু নেই। কিন্তু বাস্তবটা কখনওই তেমন ছিল না। এই মুহূর্তে আমি পুরোপুরি প্রস্তুত আবার বড় পর্দায় ফিরে আসার জন্য।”

একই সঙ্গে ঊর্মিলা জানিয়ে দেন, তিনি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের ইনিংস শুরু করতে চলেছেন। অভিনেত্রীর কথায়, “এবার আবার সেটে ফেরার সময় এসেছে। নতুন উদ্যমে কাজ শুরু করতে আমি মুখিয়ে রয়েছি।”
কেমন ধরনের চরিত্রে তাঁকে দেখা যেতে পারে, সে প্রসঙ্গে ঊর্মিলা বলেন, “বিশেষ করে ওটিটিতে এমন চরিত্র করতে চাই, যা আগে কখনও করিনি। ওটিটিতে এত রকম ঘরানা, চরিত্র আর আবেগের জায়গা তৈরি হয়েছে, যা আগে অনাবিষ্কৃত ছিল।”

৫১ বছর বয়সি ঊর্মিলাকে শেষ দেখা গিয়েছিল ২০২২ সালে নাচের রিয়্যালিটি শো ‘ডিআইডি সুপার মমস’এ বিচারকের ভূমিকায়। ওই শোয়ে তাঁর সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’সুজা এবং অভিনেত্রী ভাগ্যশ্রী।

২০১৮ সালে প্রয়াত ইরফান খানের ছবি ব্ল্যাকমেল-এ ‘বেওয়াফা বিউটি’ গানে বিশেষ উপস্থিতিতে নজর কেড়েছিলেন ঊর্মিলা। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন কীর্তি কুলহারি, অরুণোদয় সিং ও দিব্যা দত্ত।

দীর্ঘদিন পর্দা থেকে দূরে থাকলেও ঊর্মিলা অভিনয়জীবন থেমে যায়নি কখনও। বরাবরই কাজ বাছাইয়ের ক্ষেত্রে তিনি সচেতন। আর সেই কারণেই তাঁকে নিয়মিত দেখা যায়নি। তবে অভিনয় থেকে সরে যাওয়ার কোনও ভাবনাই তাঁর ছিল না, তা কথা নিজেই স্পষ্ট করেছেন অভিনেত্রী। সময়ের সঙ্গে বিনোদনের মাধ্যম বদলেছে, গল্প বলার ধরন বদলেছে, আর সেই পরিবর্তিত বাস্তবতায় নিজেকে নতুন করে মেলে ধরতেই তিনি প্রস্তুত। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে নানা ধরনের চরিত্র, আবেগ ও জঁরার সুযোগ তাঁকে আবার অভিনয়ের প্রতি টানছে।