সুদের হার ধীরে ধীরে নিম্নমুখী হওয়ার ইঙ্গিতের মধ্যেও সিনিয়র সিটিজেনদের জন্য এখনও আকর্ষণীয় সুযোগ এনে দিচ্ছে কিছু ব্যাঙ্ক। ৬০ বছর বা তার বেশি বয়সি বিনিয়োগকারীদের জন্য তিন বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে এখনও সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কয়েকটি ব্যাঙ্ক।
2
9
সর্বোচ্চ বিনিয়োগের সীমা ৩ কোটি পর্যন্ত হওয়ায় বড় অঙ্কের সঞ্চয় রাখা সিনিয়রদের কাছেও এই এফডিগুলি যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠেছে।
3
9
বর্তমানে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনদের জন্য তিন বছরের এফডিতে সুদের হার ৮ শতাংশ।
4
9
একই হারে সুদ দিচ্ছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কও। স্থির ও নিশ্চিত আয়ের খোঁজে থাকা প্রবীণ নাগরিকদের কাছে এই দুটি ব্যাঙ্কের অফার বিশেষভাবে নজর কাড়ছে।
5
9
৮ শতাংশের একটু নিচে হলেও সুদের তালিকায় রয়েছে আরও কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্ক। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক তিন বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৭ শতাংশ সুদ অফার করছে। অন্যদিকে, এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক একই মেয়াদের জন্য ৭.৬ শতাংশ সুদ দিচ্ছে।
6
9
৭.৫ শতাংশ সুদের হারে এফডি দিচ্ছে একাধিক ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিও তিন বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য তুলনামূলকভাবে ভালো রিটার্ন নিশ্চিত করছে।
7
9
বিশেষজ্ঞদের মতে, সুদের হার কমার সম্ভাবনার মধ্যে এখনই দীর্ঘমেয়াদি এফডি বুক করা বুদ্ধিমানের কাজ হতে পারে, বিশেষ করে যাঁরা নিয়মিত ও ঝুঁকিহীন আয় চান। সিনিয়র সিটিজেনদের জন্য এফডি বরাবরই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম, কারণ এতে বাজার ঝুঁকি নেই এবং আয়ের নিশ্চয়তা থাকে।
8
9
তবে বিনিয়োগের আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। স্মল ফিনান্স ব্যাঙ্কে জমা রাখা আমানত ডিআইসিজিসি বিমার আওতায় ৫ লক্ষ পর্যন্ত সুরক্ষিত। তাই বড় অঙ্কের টাকা একাধিক ব্যাঙ্কে ভাগ করে রাখাই নিরাপদ বলে মনে করছেন আর্থিক উপদেষ্টারা। এছাড়া, কর সংক্রান্ত বিষয় এবং আগাম ভাঙলে কী ধরনের জরিমানা রয়েছে, সেগুলিও ভালোভাবে যাচাই করা প্রয়োজন।
9
9
সব মিলিয়ে, বর্তমানে যেসব সিনিয়র সিটিজেন স্থিতিশীল ও নিশ্চিত রিটার্ন খুঁজছেন, তাঁদের জন্য তিন বছরের এফডিতে এই উচ্চ সুদের হার নিঃসন্দেহে একটি ভালো সুযোগ।