আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলের মেগা নিলাম গত মাসেই হয়েছে। এবার মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে ১৫ ডিসেম্বর রবিবার বেঙ্গালুরুতে। 


নিলামে উঠবেন ১২০ জন ক্রিকেটার। তার মধ্যে ৯১ জন ভারতীয় ও ২৯ জন বিদেশি। তার মধ্যে অ্যাসোসিয়েট দেশের তিন জন এমার্জিং ক্রিকেটারও রয়েছেন। ১২০ জন ক্রিকেটারের মধ্যে রয়েছেন ৩০ জন ক্যাপড ক্রিকেটার।  ভারতীয় ৯ ও বিদেশি থাকছেন ২১ জন। আর ৯০ জন আনক্যাপড ক্রিকেটারের মধ্যে ৮২ জন ভারতীয় ও ৮ জন বিদেশি। যদিও পাঁচ ফ্রাঞ্চাইজি তাদের ক্রিকেটারদের কোর গ্রুপ ধরে রেখেছে। মাত্র ১৯টি জায়গা ফাঁকা রয়েছে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে পাঁচ জন।


এবারের নিলামে মার্কি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ভারতের তেজল হাসাবনিস ও স্নেহ রানা। এছাড়া বিদেশিদের মধ্যে আছেন দিয়ান্দ্রা ডটিন (‌ওয়েস্ট ইন্ডিজ)‌, হেদার নাইট (‌ইংল্যান্ড)‌, ওরলা প্রেন্ডারগ্রাস্ট (‌আয়ারল্যান্ড)‌, লরেন বেল (‌ইংল্যান্ড)‌, কিম গার্থ (‌অস্ট্রেলিয়া)‌, ড্যানিয়েলা গিবসন (‌ইংল্যান্ড)‌।


এখন দেখে নেওয়া যাক কোন ফ্রাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে?‌


দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে আড়াই কোটি টাকা। গুজরাট জায়ান্টসের হাতে রয়েছে ৪ কোটি ৪০ লক্ষ টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ২ কোটি ৬৫ লক্ষ টাকা। ইউপি ওয়ারিয়র্সের হাতে আছে ৩ কোটি ৯০ লক্ষ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে রয়েছে ৩ কোটি ২৫ লক্ষ টাকা।


নিলাম শুরু হবে দুপুর তিনটে থেকে। জিও সিনেমা ছাড়াও নিলাম সরাসরি সম্প্রচার হবে স্পোর্টস ১৮–ওয়ান চ্যানেলে।