নিজস্ব সংবাদদাতা: রহস্য, রোমাঞ্চের ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাস্তবতা। সহজ, সরল, সাধারণ জীবনযাপনের গল্পের খোঁজে তাই পরিচালক শালঙ্ক বন্দ্যোপাধ্যায়। 

 

'এস এস এন্টারটেইনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে শালঙ্কর পরিচালিত প্রথম সিরিজ 'আমাদের সংসার'। গল্প সাবিরের, কাহিনি ও চিত্রনাট্যে সনক সেন। গানের দায়িত্বে রয়েছেন ঈশান মিত্র। 

 

গল্প এগোয় মফস্বলের এক সাধারণ পরিবারকে কেন্দ্র করে। বাড়ির ছোট্ট সদস্য ভোম্বলের নানা কাণ্ড কারখানা নিয়ে এগোয় গল্প। 'ভোম্বল'-এর চরিত্রে শিশু শিল্পী কৃপেশ। তার বাবা-মার চরিত্রে দেখা যাবে অভিনয় জগতে নবাগত পিহু সেনগুপ্ত ও অমর্ত্য সেন। গল্পে তাঁদের দেখা যাবে 'সিমা' ও 'রঘু'র চরিত্রে। 

খুব সাদামাটা সংসারের দৈনন্দিন কাহিনি, হাসি, কান্না, বাস্তবতায় ভরা সিরিজ 'আমাদের সংসার'। সিরিজের শুটিং হয়েছে কলকাতার পাশ্ববর্তী মফস্বল অঞ্চলে। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর শুরুতেই 'এস এস এন্টারটেইনমেন্ট'-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে সিরিজটি।

প্রথম পরিচালিত সিরিজ প্রসঙ্গে আজকাল ডট ইন-কে শালঙ্ক বলেন, "রঙিন দুনিয়ায় বাস্তবের আসল রং ঢাকা পড়ে গিয়েছে। খুব ছোট ছোট বিষয়েও যে কতটা অনুভূতি জড়িয়ে আছে সেই গল্পই বলবে এই সিরিজ। চারপাশের কঠিন সময়ের মাঝে এক টুকরো ভাল থাকার গল্প ফুটে উঠবে। সমস্ত অভিনেতা এবং কলাকুশলীরা নিজের মতো করে চেষ্টা করেছেন কাজটি সফল করে তুলতে। আশাকরি 'আমাদের সংসার' সবার মনের কাছের হয়ে উঠবে।"