আজকাল ওয়েবডেস্ক : তিন রাজ্যে গেরুয়া ঝড়। কংগ্রেস কার্যত সাফ। রবিবার দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ফের একবার নারীশক্তির হয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দেশের নারীশক্তিকে বিশেষভাবে অভিনন্দন জানাই। বিজেপি নারীদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা হবে। এটাই মোদির গ্যারান্টি। এই হ্যাটট্রিকেই চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি দিল ’ তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশের জয় হয়েছে। আত্মনির্ভর ভারতের জয় হয়েছে। দেশের বিকাশের জন্য রাজ্যের বিকাশ সবার আগে দরকার। সকল ভোটার যাঁরা নিজেদের রাজ্যের উন্নতির জন্য ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশবাসীদের অনেক ধন্যবাদ। তেলেঙ্গানাবাসীদেরও ধন্যবাদ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এই ভোটে দেশে জাতিবিভেদ নিয়ে অনেক কথা উঠেছিল। তবে চারটি জাতি আমার কাছে প্রধান। নারীশক্তি, যুবশক্তি, কিষাণ এবং গরিব পরিবার। এরা যদি ভালো থাকে তবে দেশ ভালো থাকবে। বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ।’
তিনি আরও বলেন, ‘যেখানে সরকার সাধারণ মানুষের ক্ষতি করেছেন সেখানেই তাদের বিতাড়িত করেছে আমজনতা। বিজেপি পারে সকলের জন্য কাজ করতে। দেশের যুবশক্তি জানে বিজেপি সরকার যুবদের হয়ে কাজ করেছে। আদিবাসীদের পাশেও রয়েছে মোদি সরকার। আদিবাসী সমাজই কংগ্রেসকে সাফ করে দিয়েছে।’
এদিন ফের একবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, মিডিয়াতে খবর করে জোট করা যায়। কিন্তু দেশের উন্নতি করা যায় না। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করা হয়েছে বলেও এদিন ফের একবার দাবি করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এই ভোটে দেশে জাতিবিভেদ নিয়ে অনেক কথা উঠেছিল। তবে চারটি জাতি আমার কাছে প্রধান। নারীশক্তি, যুবশক্তি, কিষাণ এবং গরিব পরিবার। এরা যদি ভালো থাকে তবে দেশ ভালো থাকবে। বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ।’
তিনি আরও বলেন, ‘যেখানে সরকার সাধারণ মানুষের ক্ষতি করেছেন সেখানেই তাদের বিতাড়িত করেছে আমজনতা। বিজেপি পারে সকলের জন্য কাজ করতে। দেশের যুবশক্তি জানে বিজেপি সরকার যুবদের হয়ে কাজ করেছে। আদিবাসীদের পাশেও রয়েছে মোদি সরকার। আদিবাসী সমাজই কংগ্রেসকে সাফ করে দিয়েছে।’
এদিন ফের একবার ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন, মিডিয়াতে খবর করে জোট করা যায়। কিন্তু দেশের উন্নতি করা যায় না। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় করা হয়েছে বলেও এদিন ফের একবার দাবি করেন প্রধানমন্ত্রী।
