আজকাল ওয়েবডেস্ক: বোমাতঙ্কে তোলপাড় দেশ। কখনও বিমানে, কখনও প্রসিদ্ধ কোনও শিল্পসৌধে আবার কখনও রাজনৈতিক নেতাদের কাছে উড়ো ফোন কিংবা ইমেল। নাজেহাল সকলে। এরই মধ্যে বিমানে বোমা রাখার গুজব ছড়ালেন গোয়েন্দা দপ্তরের এক অফিসার। তদন্তে নেমে পুলিশের চক্ষু চড়কগাছ। অবশেষে পুলিশের জালে ওই অফিসার। 

 


ধৃত ওই অফিসারের নাম অনিমেষ মণ্ডল। ঠিক কী ঘটেছিল? নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি বিমান। তাতে বোমা রাখা আছে বলে গুজব ছড়িয়েছিল। বিমানের ১৮৭ জন যাত্রী এবং ছজন ক্রু সদস্য নিয়ে তড়িঘড়ি বিমানটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে অবতরণ করে। ঘটনাটি ঘটেছিল নভেম্বরে।  

 


নির্দিষ্ট সময় অনুসারে বিমানটি নাগপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিমান যখন মাঝ আকাশে তখন এক যাত্রী জানান, বিমানে বোমা রয়েছে। দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করা হয়। এবং বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়। বিমান অবতরণের পর তল্লাশি চালানো হয়। কিন্তু কোনও বোমা উদ্ধার হয়নি। এরপর ওই ব্যক্তিকে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(৪) ধারা এবং বেসামরিক বিমান চলাচল আইন, ১৯৮২ এর একটি ধারায় গ্রেপ্তার করা হয়। 

 


তদন্তে উঠে আসে চমক। তিনি গোয়েন্দা অফিসার। তিনি জানান তিনি ছুটিতে ছিলেন। কতটা বিমানের কর্মীরা সচেতন সেই বিষয়টি দেখার জন্য তিনি এই কাণ্ড ঘটিয়েছিলেন। যদিও পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে। জানা গিয়েছে, তাঁর বাবা মা গুরুতর অসুস্থ। দেখার কেউ নেই। তাই তাঁর আইনজীবী ফয়সাল রিজভি মক্কেলের জন্য জামিনের আবেদন করেছেন।