আজকাল ওয়েবডেস্ক: বাঁদরের বাঁদরামিতে নাজেহাল ট্রেনযাত্রীরা। কিছুক্ষণের জন্য থমকে গেল ট্রেন। ঘটনা বিহারের সমস্তিপুর জংশনের। 

সমস্তিপুর রেল স্টেশনের ৪ নম্বর ফ্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। সেই সময়ই দেখা যায় স্টেশনের উপর দু'টি বাঁদর লড়াই করছে একটা কলার জন্য। সে প্রবল যুদ্ধ। এসবের মধ্যেই একটি বাঁদর অপরটির দিকে একটি রাবারের মতো জিনিস ছুঁড়ে মারে। সেইটিই ট্রেনের ওভারহেড তারে লাগে। ব্যাস, তার ছিঁড়ে পরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক্সপ্রেস ট্রেনটির বগির উপর। শর্টসার্কিট হয়ে বিদ্যাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাইন। থমকে যায় ট্রেনের চাকা।

রেলের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মেরামতির কাজ শুরু করে। ১৫ মিনিট বাদে ট্রেন চলাচল শুরু হয়। ওই লাইনের বাকি ট্রেনগুলোরও দেরি হয়ে যায়। ফলে অসুবিধায় পড়েন যাত্রীরা। 

এসবের মধ্যেই অবশ্য ওই বাঁদরগুলো বারাউনি রেল স্টেশনের দিকে দৌঁড়ে পালায়। বাঁদরের কীর্তিতে এর আগেও বহুবার যাত্রীরা হয়রানির শিকার হয়েছেন। বাঁদরের মারে বহু রেল যাত্রী আহত হয়েছেন সমস্তিপুর স্টেশনে। সেগুলোকে আবার বন-দফতর খাঁচায় পুড়ে অন্যত্র ছেড়েছে।