আজকাল ওয়েবডেস্ক: ঘরের ফলসিলিং ভেঙে সোফার উপরেই আছড়ে পড়েছে পেল্লাই অজগর। যা দেখেই চক্ষুচড়ক। এখানেই শেষ নয়। সে আবার পাশের দেওয়াল বেয়ে উপরে ওঠারও চেষ্টা করছে। রীতিমত আত্মারাম খাঁচা হওয়ার জোগার। মালয়েশিয়ার তাইপিং এলাকায় ঘটনা। ইতিমধ্যেই যা ভাইরাল। জানা গিয়েছে, অজগরটির ওজন ৮০ কিলোগ্রাম। দৈর্ঘ প্রায় ৫ মিটার। 

ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, ঘরের ফলসিলিং ভেঙে একটি বিশালাকার অজগরটি ঝুলে রয়েছে। ঘরে রাখা সোফার উপর ভর দিয়ে সে আবার পাশের দেওয়াল বেয়ে উপরে উঠতে চাইছে। যা দেখেই আঁকশি নিয়ে এক ব্যক্তি অজগরের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু অতিকায় অজগরকে কী ভাবে বাগে আনবেন?  তা কিছুতেই বুঝে উঠতেপারছেন না। ফলে ফের পিছিয়ে যাচ্ছেন তিনি। 

 

?ref_src=twsrc%5Etfw">December 5, 2024

এই ঘটনা গত ২২ নভেম্বরের। মনে করা হচ্ছে, ওই বাড়িটির কাছে পাম গাছের চাষ হয়। সেখান থেকেই অজগরটি ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। কিন্তু তার ভার এতই বেশি ছিল যে ফলসিলিংটি ভেঙে পড়ে। শেষে অজগর ধরতে উদ্ধারকারীদের খবর দেওয়া হয়। সাত জন উদ্ধারকারী সাপটিকে উদ্ধার করে দূরে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।