আজকাল ওয়েবডেস্ক: চার রাজ্যে বিধানসভা ভোটের গণণা শুরু হয়েছে। তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ কার দখলে থাকবে, তার দিকেই নজর রয়েছে গোটা দেশের। ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোটগণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে।
উল্লেখ্য, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, পাঁচ রাজ্যের ভোটের বিজ্ঞপ্তি একসঙ্গে জারি করেছিল নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। রবিবার পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোটগণনা হওয়ার কথা ছিল। কিন্তু মিজোরামের ভোটগণনা একদিন পিছিয়ে সোমবার করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা করে নির্বাচন কমিশন।
চব্বিশের লোকসভা নির্বাচন "ফাইনাল ম্যাচ" হলে, চার রাজ্যের বিধানসভা নির্বাচনকে "সেমিফাইনাল" বলছে রাজনৈতিক মহল। কেন্দ্রে কোন সরকার থাকবে, তার আভাস পাওয়া যাবে এই ফলাফল থেকে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে, তার গ্রহণযোগ্যতাও স্পষ্ট হবে।
উল্লেখ্য, মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, পাঁচ রাজ্যের ভোটের বিজ্ঞপ্তি একসঙ্গে জারি করেছিল নির্বাচন কমিশন। ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে পাঁচ রাজ্যের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। রবিবার পাঁচ রাজ্যেই একসঙ্গে ভোটগণনা হওয়ার কথা ছিল। কিন্তু মিজোরামের ভোটগণনা একদিন পিছিয়ে সোমবার করা হয়েছে। শুক্রবার এই ঘোষণা করে নির্বাচন কমিশন।
চব্বিশের লোকসভা নির্বাচন "ফাইনাল ম্যাচ" হলে, চার রাজ্যের বিধানসভা নির্বাচনকে "সেমিফাইনাল" বলছে রাজনৈতিক মহল। কেন্দ্রে কোন সরকার থাকবে, তার আভাস পাওয়া যাবে এই ফলাফল থেকে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে, তার গ্রহণযোগ্যতাও স্পষ্ট হবে।
