আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে পিচ থেকে সুবিধা পায় পেসাররা। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে উইকেট কী ভূমিকা নেবে? পিচ কিউরেটর ড্যামিয়েন হাউয়ের দাবি, অ্যাডিলেডের উইকেট থেকে সমান সুবিধা পাবে ব্যাটার এবং বোলাররা। বুধবার স্থানীয় সময় সকালে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ড্যামিয়েন বলেন, 'আমরা আজ যে জায়গায় আছি, তাতে আমি খুশি। পিচের আদ্রতা যেমন চেয়েছিলাম, তেমনই আছে। প্রত্যেক বছর নতুন করে মানিয়ে নিতে হয়। কোর্স ম্যাট ঘাস। শক্ত পিচ। পেসাররা সাহায্য পাবে। স্পিনাররা হালকা টার্ন পাবে। তবে উইকেটে টিকে থাকতে পারলে, পার্টনারশিপ হলে ব্যাটাররাও শট খেলতে পারবে।'
ছয় মিলিমিটার ঘাস থাকবে অ্যাডিলেডের পিচে। তবে পিচ কিউরেটরের দাবি, বোলারদের পাশাপাশি সাহায্য পাবে ব্যাটাররাও। ড্যামিয়েন বলেন, 'আমরা এমন একটা পিচ বানানোর চেষ্টা করেছি যেটা ব্যাট এবং বলের মধ্যে সামঞ্জস্য রাখবে। ব্যাটার এবং বোলারদের মধ্যে সমান লড়াই হবে।' অ্যাডিলেড ওভালে সাধারণত স্পিনাররাও একটু আধটু সুবিধা পায়। তাতে কোনও পরিবর্তন দেখছেন না পিচ কিউরেটর। দাবি, এবারও উইকেটে হালকা টার্ন থাকবে। তবে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুক্রবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। বাকি তিনদিন আবহাওয়া ভাল থাকবে। তার ওপর অনেকটাই নির্ভর করছে পিচের চরিত্র।
