আজকাল ওয়েবডেস্ক: চলছিল বিয়ের উদযাপন। তার মধ্যেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। কালা জাদুর প্রভাবে পড়ে মাত্র দশ বছরের এক বালিকাকে খুন করে ফেলা হল নির্মমভাবে। ঘটনাটি উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার। জানা গিয়েছে, মৃতার নাম আনশিকা যাদব। এই খুনের ঘটনায় জড়িত শিশুটির বাবা-মায়ের নিকটাত্মীয়। পুলিশ গ্রেপ্তার করেছে তাদের।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম শেশনাথ যাদব এবং সবিতা। তাঁরা দুজনে স্বামী-স্ত্রী। ঠিক কী হয়েছিল? ওই দম্পতির ছেলে মানসিকভাবে অসুস্থ। ইউটিউবে বিভিন্ন তান্ত্রিকের ভিডিও দেখে। সবিতা জেরায় পুলিশকে জানিয়েছেন, হঠাৎ একদিন তাঁকে একজন দেবী স্বপ্নে দেখা দেন। তিনি স্বপ্নে তাঁকে নির্দেশ দেন কুমারী মেয়ের রক্ত চাই। সেই রক্ত পেলেই ছেলে সুস্থ হয়ে যাবে। এরপর তিনি স্বামীকে জানান গোটা বিষয়টি। দুজনে মিলে সন্ধান করতে থাকেন কুমারী মেয়ের। দিন কয়েক পরে এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সুযোগের সদব্যবহার করেন তাঁরা। তাঁদের পরিচিত আশিকাকে সেই অনুষ্ঠান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর ছুরি দিয়ে মেরে খুন করা হয় তাঁকে। এখানেই শেষ নয়। জানা গিয়েছে, যেমন স্বপ্ন দেখেছিলেন তেমনভাবেই মেয়েটির শরীরের পাঁচ জায়গা থেকে রক্ত বের করেছিলেন তাঁরা। এরপর দেবীর উদ্দেশ্যে নিবেদন করেন তাঁরা।
গোটা ঘটনা শুনে তাজ্জব পুলিশ। পুলিশ জানিয়েছে, এই হত্যার পেছনে রয়েছে মূলত কালা জাদুর প্রভাব। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
