আজকাল ওয়েবডেস্ক: জবুথবু দিল্লি। রাজধানীতে রেকর্ড পারদ পতন। সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন-এ (এনসিআর) বৃষ্টি এবং উত্তর-পশ্চিম ঠান্ডা হাওয়ার পূর্বাভাস ছিলই। যার জেরে ওই অঞ্চলে শীতের তীব্রতা আরও বেড়েছে।
সফদরজং আবহাওয়া কেন্দ্রের তথ্য থেকে জানা গিয়েছে, শুক্রবার দিল্লি ও এনসিআর-এর সর্বনিম্ন তাপমাত্রা ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমের গড় তাপমাত্রার চেয়ে বেশ কিছুটা কম, যা শৈত্যপ্রবাহের তীব্রতাকে তুলে ধরেছে।
আইএমডি জানিয়েছে, সফদরজং, লোদি রোড, আইটিও, ইন্ডিয়া গেট, নেহরু স্টেডিয়াম, আরকে পুরম, ডিফেন্স কলোনি, লাজপত নগর, বসন্ত কুঞ্জ, হাউজ খাস, মালবিয়া নগর, মেহরৌলি, ছত্তরপুর, আয়া নগর এবং ডেরামান্ডি-সহ বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে।
এছাড়াও দ্বারকা, নজফগড়, রাজৌরি গার্ডেন, পশ্চিম বিহার, আইজিআই বিমানবন্দর, রাজীব চক এবং রাষ্ট্রপতি ভবন-সহ বিচ্ছিন্ন কিছু এলাকা থেকেও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে।
ভোরে শীতের দাপট, সেই সঙ্গে বৃষ্টিতে শুক্রবার ভোরে দি্ললি ও এনসিআর-এর বাসিন্দারা বেশ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। শহরের বেশ কয়েকটি অংশে সকাল ৬টা নাগাদ বৃষ্টি শুরু হয়।
আইএএনএস-এর প্রতিবেদন অনুসারে, বৃষ্টি শুরু হওয়ার আগে ঘন কালো মেঘ রাজধানী ঢাকা পড়েছিল। প্রথমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হলেও পরে তা হালকা হয়ে আসে।
নির্দিষ্ট কোনও বৃষ্টিপাতের সতর্কতা না থাকা সত্ত্বেও, গুরুগ্রাম এবং নয়ডাতে-ও বৃষ্টি হয়েছে।
আইএমডি জানিয়েছে, শুক্রবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, যা দিনের বেলায়ও আবহাওয়াকে স্বাভাবিকের চেয়ে ঠান্ডা রাখবে। আবহাওয়া দপ্তর আরও ইঙ্গিত দিয়েছে যে, আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই এবং শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
বায়ুদূষণ অব্যাহত
সাধারণত বৃষ্টিপাত বায়ুদূষণ কমাতে সাহায্য করে বলে মনে করা হলেও, রাজধানীর বায়ুর মানের উন্নতি হয়েছে সামান্যই।
সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির সামগ্রিক বায়ু মানের সূচক (একিউআই) ছিল ২৮০, যা 'খারাপ' বলে জানিয়েছে এএনআই।
বেশ কয়েকটি দূষণপ্রবণ এলাকায় টখুব খারাপ’ বায়ু মানের স্তর রেকর্ড করা হয়েছে। আনন্দ বিহারে বায়ুর গুণমান সূচক (একিউআই) ছিল ৩৮৫, চাঁদনি চকে ৩৩৫, জাহাঙ্গীরপুরীতে ৩৪০, জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৫৪, আইটিও এবং ফিরোজশাহ রোডে ৩০৭ এবং নেহরু নগরে ৩৯২।
সিপিসিবি-র তথ্য অনুযায়ী, ড. কর্নি সিং শুটিং রেঞ্জে বায়ুর গুণমান সূচক ছিল ৩৬০, অন্যদিকে দ্বারকা সেক্টর ৮-এ ৩৪৬ এবং অশোক বিহারে ৩২৮।
আইজিআই বিমানবন্দর টার্মিনাল ৩-এ বায়ুর গুণমান সূচক ছিল ২৫২, অন্যদিকে আলিপুরে ২৮০, আয়া নগরে ২৯৯, বাওয়ানায় ২৭৬, বুরারি ক্রসিংয়ে ২৭৮, সিআরআরআই মথুরা রোডে ২৯৯ এবং ডিটিইউতে ২৮৯। খারাপ হলেও এইসব অঞ্চলের বায়ু মান তুলনামূলকভাবে ভাল।
