আজকাল ওয়েবডেস্ক: ‘ডোলি সাজা কে রাখনা’ গানের মতই ডোলি সাজানো ছিল। কিন্তু সেখানে নববধূর বদলে দেখা গেল অন্তসত্ত্বা মহিলাকে। ঘটনাটি বিশাখাপত্তনমের বডিগারুভ গ্রামের। সেখানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অন্তসত্ত্বা মহিলাকে পালকিতে করে হাসপাতালে নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দারা। বিশাখাপত্তনমের বডিগারুভ গ্রামের এই ঘটনায় স্থানীয় বাসিন্দা ছাড়াও সরব হয়েছে নেটমাধ্যম।

 

 

গ্রামে ভাল রাস্তার অভাবে এক অন্তঃসত্ত্বা মহিলাকে পালকিতে বেঁধে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হন স্থানীয়রা। জানা যায়, হঠাৎই ওই মহিলার তীব্র পেট ব্যথা শুরু হয়। কিন্তু গ্রামের রাস্তা এতটাই খারাপ যে গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এমনকি কোনও অ্যাম্বুলেন্সও বেহাল রাস্তার কারণে গ্রামে আসতে রাজি হয়নি। 

 

 

উপায়ন্তর না দেখে স্থানীয় বাসিন্দারা একটি পালকি তৈরি করে তাঁকে বেহাল রাস্তা এবং একটি নদী পার করে সময়মত ওই মহিলাকে হাসপাতালে পৌঁছে দেন। তাঁদের মুখেই জানা যায়, স্বাভাবিক জনজীবন পালন করতে নিয়মিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাঁদের। বডিগারুভের বাসিন্দারা ইতিমধ্যেই প্রশাসনের কাছে গ্রামের জন্য একটি সঠিক রাস্তা নির্মাণের আবেদন জানিয়েছেন। তারা জানিয়েছেন, এই ধরণের সমস্যার সম্মুখীন তাঁরা প্রায়শই হন, বিশেষত চিকিৎসা সংক্রান্ত জরুরি প্রয়োজনে।