আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে জাপানকে ২১১ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ভারতের অনূর্ধ্ব ১৯ দল ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে। রান তাড়া করতে নেমে জাপান থেমে যায় ৮ উইকেটে ১২৮ রানে। পয়েন্ট তালিকায় ভারতের অনূর্ধ্ব ১৯ দল তৃতীয় স্থানে। পাকিস্তান রয়েছে এক নম্বরে।
অধিনায়ক মহম্মদ আমানের অপরাজিত ১২২, আয়ুষ মাহত্রের ৫৪ ও কেপি কার্তিকেয়র ৫৭ রানের সৌজন্যে ভারত বড় রান করতে সক্ষম হয়। ১৩ বছর বয়সে নিলামে কোটিপতি হয়েছেন বৈভব সূর্যবংশী। ১.১০ কোটির বিনিময়ে বৈভবকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এদিন অপেক্ষাকৃত দুর্বল দল জাপানের বিরুদ্ধেও রান পাননি বৈভব। ২৩ বলে ২৩ রান করে আউট হয় সে। অন্যদিকে আইপিএল নিলামে দল পাননি আযুষ। তিনি ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ৬টি চার ও ৪টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। মুম্বইয়ের হয়ে খেলেন আযুষ। এদিন পঞ্চাশ করলেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৪ বলে ২০ রান করেন তিনি। পাঁচটি বাউন্ডারি হাঁকান আয়ুষ। কিন্তু বড় রান পাননি।
ভারতের রান তাড়া করতে নেমে ১২৮ রানের বেশি করতে পারেনি জাপান। ওপেনার হুগো কেলি সর্বোচ্চ ৫০ রান করেন। চার্লস হিনজে ৩৫ রানে অপরাজিত থাকেন। ভারতীয় বোলারদের মধ্যে চেতন শর্মা, হার্দিক রাজ ও কেপি কার্তিকেয় ২টি করে উইকেট নেন।
