আজকাল ওয়েবডেস্ক: একগুচ্ছ দাবি নিয়ে পথে কৃষকরা। আর তার প্রভাবেই ব্যাপক যানজট দিল্লি-নয়ডা সীমান্তে। সপ্তাহের শুরুর দিনেই ব্যাপক যানজটে অসুবিধের মুখে সাধারণ মানুষ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ৬ ডিসেম্বর থেকে পদযাত্রা করে ২৩৫ কিলোমিটার যাত্রা করে দিল্লিতে ঢুকবেন কৃষকরা। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে নয়ডা কর্তৃপক্ষ সোমবার একটি ট্র্যাফিক জারি করে বলেছে, দিল্লি পুলিশ এবং গৌতম বুদ্ধ নগর পুলিশ দিল্লিতে কৃষকদের বিক্ষোভ মিছিলের কারণে গৌতম বুদ্ধ নগর থেকে দিল্লি সংলগ্ন সমস্ত সীমান্তে বাধা দেবে এবং নিরাপত্তা বাড়াবে। কর্তৃপক্ষ আশা করে যে নয়ডা থেকে দিল্লি সীমান্ত সংলগ্ন রাস্তায় ট্র্যাফিকের চাপ বৃদ্ধি পাবে এবং প্রয়োজন অনুযায়ী পথ বদল করে দেওয়া হতে পারে।
দীর্ঘদিন ধরেই নিজেদের দানি নিয়ে পথে কৃষকরা। কৃষকদের সংসদ অভিযানে দিল্লি চলো পদযাত্রা রয়েছে। আর সেই কারণেই ব্যাপক জ্যাম দিল্লি জুড়ে। এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ভারতীয় কিষান পরিষদ-সহ একগুচ্ছ কৃষক সংগঠন। অন্তত ২০ জেলার কৃষকরা সম্মিলিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। কৃষকদের মিছিলের কারণে একগুচ্ছ পথে যাতায়াত বন্ধ করা হয়েছে, একাধিক জায়গায় পথ পরিবর্তন করা হয়েছে। আর সেই কারণেই সপ্তাহের শুরুর দিনেই দিল্লি জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে দিল্লির যানজটের ছবি। একাধিক জায়গায় দেখা গিয়েছে লম্বা রাস্তা জুড়ে সারিসারি গাড়ি স্থির দাঁড়িয়ে। এই পরিস্থিতি দীর্ঘক্ষণ ধরেই, কেউ কেউ অপেক্ষা করেছেন কয়েক ঘণ্টা। প্রবল যানজটে গন্তব্যে পোঁছতে প্রথম দিনেই ব্যাপক দেরি দেশের রাজধানীতে। উল্লেখ্য, কৃষকরা পাঁচ দফা দাবি নিয়ে পথে নেমেছেন।
