আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে তাঁরা বাবা মেয়ে। তাতে কী হয়েছে? বাবা এবার বিয়ে করলেন নিজের মেয়েকে। শুনে চমকে উঠলেও সম্প্রতি এই নিয়ে এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যায় এক যুবতী তাঁর বাবাকে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছেন। যুবতীর কপালে থেকে লম্বা করে সিঁদুর দেওয়া, পরনে লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র। পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি। তাঁর গলায় একটা উত্তরীয়। যুবতীকে বলতে শোনা যায়, স্থানীয় একটি মন্দিরে তাঁরা বিয়ে করেছেন। পাশে দাঁড়িয়ে আছেন তাঁর বাবা। তাঁর বয়স ৫০ বছর। যুবতীর বয়স ২৪ বছর। তাঁরা বিয়ে করে খুব খুশি হয়েছেন। ওই যুবতীর কথা সমর্থন করছেন পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি।তিনি পাল্টা বলছেন, হ্যাঁ আমার মেয়েকে বিয়ে করেছি! সমস্যা কোথায়? ভিডিও ছড়াতেই হতবাক নেটিজেনরা।
ভিডিয়োতে এক প্রত্যক্ষদর্শী জিজ্ঞাসা করেন, বাবা মেয়ের সম্পর্ক এমন নয়। তাঁদের এর জন্য কোনও লজ্জাবোধ নেই? তাতে বাবার পাল্টা জবাব, 'কোন যুগে বাস করছেন? লজ্জা পাব কেন?'
एक बेटी ने अपने बाप से शादी कर ली और बाप ने अपनी बेटी से शादी कर ली।
— Jaysingh Yadav SP (@JaysinghYadavSP)
हिंदू रीति रिवाज के अनुसार सादी मंदिर में संपन्न हुई उसके बाद मीडिया से बात की किसी को अब दिक्कत नहीं होनी चाहिए दोनों सहमत हैं दोनों राजी हैं। pic.twitter.com/cSY6Yytcv5Tweet by @JaysinghYadavSP
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে কেউ এমন করতে পারেন ভাবাই যাচ্ছে না। কেউ কেউ বলছেন, অবিশ্বাস্য। নিশ্চয় এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে। কারও আবার মন্তব্য, নৈতিকতার সীমা পার করে ফেলেছেন ওই যুবতী আর তাঁর বাবা। অনেকে আবার ভারতীয় বিয়ের আইনকে সামনে এনেছেন। তাঁদের মন্তব্য, হিন্দু বিবাহ আইন অনুযায়ী এই ধরনের বিয়ের অশ্লীল এবং বেআইনি। আরেক ধাপ এগিয়ে গিয়ে আরেক নেটিজেনের মন্তব্য, এর ধরনের মানুষদের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত।
অবশ্য এসব কথায় যে ওই বাবা মেয়ের কিছুই যায় আসবে না তা ভিডিয়োর শেষে যুবতীকে বলতে শোনা যায়। বছর ২৪ -এর ওই যুবতী দাবি করেছেন, তাঁদের সম্পর্ক নিয়ে সমালোচকদের চুপ করাতেই তাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন। যাঁরা তাঁদের পিছনে কথা বলেন এটা হল তাঁদের জন্য যোগ্য জবাব।
