আজকাল ওয়েবডেস্ক: ফের শান্তিনিকেতনে অনুষ্ঠিত হতে চলেছে পৌষ মেলা। শনিবার বিশ্বভারতীর এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ছিল। সেখানেই মেলা ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পৌষ মেলা মাঠেই অনুষ্ঠিত হচ্ছে মেলা। তবে মেনে চলতে হবে দূষণ বিধি। বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন ২০১৯ সালে শেষ বার পূর্বপল্লি মাঠে হয়েছিল ঐতিহ্যবাহী পৌষমেলা।
সে বছর পরিবেশ আদালতের দূষণবিধি না মানায় জরিমানা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের। এর পর থেকে পৌষমেলাই বন্ধ করে দেন তৎকালীন উপাচার্য। সম্প্রতি ৮ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ পূর্ণ হয়েছে। দূষণের কথা মাথায় রেখে ছোট করা হবে মেলার পরিসর এমনটাই জানানো হয়েছে বিশ্বভারতীর তরফে।
সে বছর পরিবেশ আদালতের দূষণবিধি না মানায় জরিমানা হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষের। এর পর থেকে পৌষমেলাই বন্ধ করে দেন তৎকালীন উপাচার্য। সম্প্রতি ৮ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ পূর্ণ হয়েছে। দূষণের কথা মাথায় রেখে ছোট করা হবে মেলার পরিসর এমনটাই জানানো হয়েছে বিশ্বভারতীর তরফে।
