সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


কঠিন পরিস্থিতির শিকার কল্কি 

২০১৫ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অভিনেত্রী কল্কি কেঁকলার। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের কাছে বিচ্ছেদ পরবর্তীকালে তাঁর জীবনের কঠিন পরিস্থিতি নিয়ে কথা বলেন কল্কি। তিনি জানান, একা মহিলা হিসাবে মুম্বই শহরে বাড়ি ভাড়া পাওয়া তাঁর জন্য খুব কঠিন ছিল। সেই সময় তিনি দর্শকমহলে খ্যাতি অর্জন করলেও তাঁকে কেউ বাড়ি ভাড়া দেননি। তাঁর সঙ্গে ছবি তুলতে চাইতেন কিন্তু থাকতে দিতে চাইতেন না কেউই। নিজের কঠিন লড়াইকে সঙ্গে নিয়েই এখন অনেকটা পথ এগিয়ে এসেছেন অভিনেত্রী। 

জুটিতে আমল-মিথিলা?

পরিচালক, অভিনেতা আমল পরাশর তাঁর পরবর্তী কাজের চিত্রনাট্য তৈরি করেছেন ইতিমধ্যেই। ওয়েব সিরিজ বা ওয়েব ছবির আকারে আসবে এক আধুনিক যুগের প্রেমকাহিনি। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি নিজেই। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁর বিপরীতে থাকতে পারেন অভিনেত্রী মিথিলা পালকার। 

পরিচালনায় ক্যাটরিনা!

সম্প্রতি, সমাজ মাধ্যমে ছড়িয়েছে ক্যাটরিনার একটি ভিডিও। যেখানে অভিনেত্রীকে অ্যাকশন অবতারে দেখা যাচ্ছে। রয়েছে বেশকিছু ভিএফএক্স-এর কাজও। সেই সঙ্গে দর্শকের নজর কেড়েছে ভিডিওর শেষ মুহূর্তটি। যেখানে দেখা যাচ্ছে পরিচালনায় ক্যাটরিনা কইফের নাম। সেখান থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এবার পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর? নাকি এই ভিডিও নিছকই বিজ্ঞাপন সংস্থার প্রচার? তা সময়ই বলবে।