আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান-জিম্বাবোয়ে তৃতীয় ওয়ানডে ম্যাচ চলছে বলাওয়াতে। আর সেই ম্যাচে নজর কাড়লেন পাকিস্তানের ব্যাটার কামরান ঘুলাম। ৯৯ বলে ১০৩ রান করেন তিনি। পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩০৩ রান।

কামরান ঘুলাম সেঞ্চুরি করলেন। কিন্তু তাঁকে নিয়ে চর্চা হল সম্পূর্ণ অন্য কারণে। শট খেলার সময়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে গেল। যা দেখার পরে আম্পায়ার পর্যন্ত হেসে ফেললেন।

শট খেলতে গিয়ে হাত থেকে ব্যাট ছিটকে যাওয়ার ঘটনা নতুন নয় ক্রিকেটমাঠে। সন্দীপ পাটিলের হাত থেকে ব্যাট ছিটকে গিয়েছিল এই কলকাতায়। দীর্ঘ চেহারার অধিকারী সন্দীপ পাটিল খেলতে এসেছিলেন ডাবল উইকেট। ছক্কা মারতে গিয়ে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। বুলাওয়াতে কামরান ঘুলামেরও সেই একই কাণ্ড ঘটল।

 

?ref_src=twsrc%5Etfw">November 28, 2024

পাকিস্তানের ইনিংসের ৪৫-তম ওভারের ঘটনা। রিটার্ড নারাভার প্রথম বলটাই কামরান ঘুলাম চালাতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। পাক ব্যাটারের হাত থেকে ব্যাট ছিটকে যায়। স্কোয়ার লেগ আম্পায়ারের সামনে গিয়ে পড়ে সেই ব্যাটটি।

 

?ref_src=twsrc%5Etfw">November 28, 2024

কামরান ঘুলামের হাত থেকে ব্যাট ছিটকে যাওয়ার ঘটনায় হাসতে শুরু করেন অন ফিল্ড আম্পায়ার ল্যাংটন রুসের। কামরান ঘুলামও তাঁর সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করেন। আর এই ঘটনা সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, বাবর আজম, কামরান ঘুলামকে দেখে শেখো। এভাবেই ব্যাট করতে হয়। দুর্দান্ত কামরান ঘুলাম।'' আরেক ভক্ত লিখেছেন, ''কামরান ঘুলাম তো বাবর আজমের কেরিয়ার চিবিয়ে খেলো।''