আজকাল ওয়েবডেস্ক: নিলামে তাঁর বেতন ৫৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতটা বেতন-বৃদ্ধি কোনও ক্রিকেটারেরই হয়নি। ভারতের উইকেট কিপার-ব্যাটার জিতেশ শর্মা এই নজির গড়েছেন। আইপিএলের ইতিহাসে এতটা বেতনবৃদ্ধি কোনও ক্রিকেটারেরই হয়নি।
তাঁকে দলে নেওয়ার জন্য দড়ি টানাটানি শুরু হয় ফ্র্যাঞ্চাইদের মধ্যে। শেষমেশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেশ শর্মাকে ১১ কোটির বিনিময়ে দলে নেয়। গত মরশুমে পাঞ্জাব কিংসে তাঁর বেতন ছিল ২০ লক্ষ টাকা। সেই জিতেশের দাম এবার বেড়েছে ২০ লক্ষ থেকে ১১ কোটি টাকা।
চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসও তাঁর নামের পিছনে দৌড়েছিল। দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে নামে। মাঝপথে লখনউ সুপার জায়ান্ট সরে যায়। আরসিবি ঢুকে পড়ে লড়াইয়ে। পরে দিল্লি ক্যাপিটালসও সরে যায়।
সিএসকে-র শেষ বিড ছিল ৬.৭৫ কোটি টাকা। আরসিবি ৭ কোটি দর হাঁকে। এই সময়ে পাঢ্জাব কিংস আরটিএম কার্ড ব্যবহার করতে চায়। কিন্তু আরসিবি ১১ কোটির দর দেয় জিতেশকে। এই দাম শুনে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো পিছু হটে।
৫৪০০ শতাংশ বেতন বৃদ্ধি করে জিতেশ এখন বিরাট কোহলির সতীর্থ। ১২৩টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে জিতেশের রান ২৫৬৬। আরসিবি-তে দীনেশ কার্তিকের জুতোয় পা গলাবেন তিনি। পাঞ্জাব কিংসের জার্সি পরে আইপিএলে খেলেছেন জিতেশ।
২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল জিতেছিল। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন জিতেশ। কিন্তু একটি ম্যাচও খেলেননি তিনি। এবার আরসিবি-তে জিতেশ কী করেন সেটাই দেখার।
