আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তান এখনও নিজেদের জেদ ধরে বসে আছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি বলেছেন, ‘পাকিস্তান বারেবারে ভারতে খেলতে যাবে। আর ভারত এখানে আসবে না এটা হতে পারে না।’ তিনি আরও বলেছেন, ‘আমাদের বক্তব্য খুব পরিস্কার।’ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে নকভি বলেন, ‘কথা দিচ্ছি পাক ক্রিকেটের জন্য যেটা ভাল সেটাই করা হবে। আমি আইসিসি চেয়ারম্যানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। আমার দলও ক্রমাগত কথা বলে যাচ্ছে। আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা বারবার ভারতে খেলতে যাব। আর ওরা আসবে না। এটা লাগাতার চলতে পারে না। সবকিছুর মধ্যেই ভারসাম্য থাকা উচিত। আইসিসিকে নিজেদের মত জানিয়েছি। কী হয় তা আপনাদের জানানো হবে।’
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত যাবে না জানিয়ে দিয়েছে। হাইব্রিড মডেল মানবে না পাকিস্তানও। পিসিবির তরফে আইসিসিকে জানানো হয়েছে, যে সিদ্ধান্তই বৈঠকে নেওয়া হোক না কেন তা যেন পাক সরকার ও পিসিবিকে জানানো হয়। তাদের অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত যেন না নেওয়া হয় তা একপ্রকার আইসিসিকে জানিয়ে দিয়েছে পিসিবি।
এদিকে, ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন জয় শাহ। ইতিমধ্যেই জয় শাহর কাছেও অনুরোধ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। নকভি জানিয়েছেন, ‘ডিসেম্বর থেকে জয় শাহ জি আইসিসির চেয়ারম্যান হচ্ছেন। আমি নিশ্চিত বিসিসিআই থেকে জয় শাহ আইসিসিতে এলেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার ভাল কোথায় হবে তা দেখার চেষ্টা করবেন। কেউ এই পদে এলে সংস্থার দিকটিই ভেবে দেখা উচিত।’
