আজকাল ওয়েবডেস্ক:‌ ধর্মতলায় বাস থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট। বৃহস্পতিবার সকালে ধর্মতলার বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হল প্রায় তিন লক্ষ টাকার জাল নোট। জানা গেছে, মালদার কালিয়াচকের বাসিন্দা মানোয়ার শেখ (৫১) বুধবার রাতে শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাসে মালদহ বাসস্ট্যান্ড থেকে ওঠেন। সঙ্গে মোট ৩টি ব্যাগ ছিল। বাস বৃহস্পতিবার পৌনে সাতটায় কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ডে এসে পৌঁছলেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের আধিকারিকরা তাকে ঘিরে ফেলে। এসটিএফের কাছে গোপন সূত্রে ছিল খবর। মানোয়ার শেখকে আটক করা হয়েছে।


জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মতলা বাসস্ট্যান্ডে হাজির ছিলেন এসটিএফের আধিকারিকরা। উত্তরবঙ্গ থেকে বাসটি এসে ঢোকে ধর্মতলার বাস ডিপোতে। এরপরই আটক করা হয় মানোয়ার শেখকে।


চলে ম্যারাথন তল্লাশি। উদ্ধার হয় পাঁচশো টাকার বান্ডিল–বান্ডিল জাল নোট। কী কারণে এত জাল টাকা তাঁর কাছে ছিল, এই টাকা নিয়েই বা তিনি কোথায় যাচ্ছিলেন–সবটাই খতিয়ে দেখছেন গোয়েন্দা আধিকারিকরা। ঘটনার নেপথ্যে জাল নোটের কারবারিরা রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই জাল নোট অন্য কোথাও পাচারের পরিকল্পনা ছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশের। 


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাওয়ার আর্জি জানানো হবে। মানোয়ার শেখকে জিজ্ঞাসাবাদ করে, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।