আজকাল ওয়েবডেস্ক: শীতের ঠিক আগে আগে পাঞ্জাব-হরিয়ানা সহ একাধিক রাজ্যে জমিতে অগ্নিসংযোগ করা হয়ে থাকে। জমিতে ফসলের গোড়া পোড়ান কৃষকরা। দিল্লি দূষণের প্রসঙ্গের সঙ্গেই প্রতিবার উঠে আসে এই প্রসঙ্গ। বলা হয়ে থাকে এই কারণেই দূষণের পরিমাণ বাড়ে দিল্লিতে। চলতি বছরে দূষণে হাঁসফাঁস দিল্লির পরিস্থিতি দেখে আদালত পাঞ্জাব-হরিয়ানা সহ রাজ্য গুলিকে শষ্যের গোড়া পোড়ানোর দিকে নজর দিতে বলেছিল। তবে পরিসংখ্যান বলছে, চলতি বছরে পাঞ্জাব এবং হরিয়ানায় জমিতে অগ্নিসংযোগের পরিমাণ কমেছে। গত বছরের তুলনায় ২৭ এবং ৩৭ শতাংশ হারে কমেছে পরিমাণ। বৃহস্পতিবার পাঞ্জাবের মন্ত্রী জানিয়েছেন, যেখানে ২০২২ সালে জমিতে অগ্নিসংযোগের পরিমাণ ছিল প্রায় ৫০ হাজার, সেখানে ২০২৩ সালে পরিমাণ ৩৬,৬৬৩। হরিয়ানাতেও ২০২০ সালের পর থেকে এই পরিমাণ বাড়তে থাকলেও এবারে উল্লেখযোগ্য ভাবে কমেছে পরিমাণ।
