আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে বেঙ্গালুরু শহরের ১৩টি স্কুলে বোমাতঙ্ক। শুক্রবার সকালে বেনামি ইমেলে এই হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। ইমেলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। এই ইমেল পাওয়ার পরই ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয় স্কুলগুলি। পুলিশে খবর দেওয়া হয়। আপাতত বিভিন্ন স্কুলে স্কুলে গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে, এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। বম্ব ডিসপোজাল স্কোয়াড হাজির হয়েছে স্কুলগুলিতে। প্রসঙ্গত, গত বছর বেঙ্গালুরুর সাতটি স্কুলে এরকম হুমকি ইমেল এসেছিল। কিন্তু কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প–সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ইমেল এসেছিল। এই স্কুলগুলির মধ্যে একটি আবার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক বিপরীতেই অবস্থিত। এর কিছুক্ষণ পর, আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে। বেঙ্গালুরু পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সবকটি স্কুল থেকে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সরিয়ে দিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ মজা করে এই হুমকি ইমেল করেছে। গোটা ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে বলে জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী।
