আজকাল ওয়েবডেস্ক: আসন্ন আইপিএলের আগে মেগা অকশনের মাঝেই প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের প্রতি ক্ষোভ উগরে দিলেন তারকা ক্রিকেটার কৃষ্ণাপ্পা গৌতম। তাঁর মত, একবার সম্পর্কে চিড় ধরলে তা আর সারানো যায় না। পাঞ্জাব কিংসের প্রতি নিজের মনোভাব সাফ ব্যক্ত করেছেন কৃষ্ণাপ্পা গৌতম।
তিনি জানিয়েছেন, আইপিএল ২০২৫ মেগা অকশনে যদি পাঞ্জাব কিংস তাঁকে নিলামে কিনেও নেয় তবুও তিনি আর কখনোই দলের জন্য নিজের পুরো প্রচেষ্টা দিয়ে খেলবেন না। এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী কর্ণাটক অল-রাউন্ডার বলেন, ‘পাঞ্জাব কিংসের কথা আমি এখানে সৎভাবে বলছি। আমি কখনোই ওদের সঙ্গে ভাল অভিজ্ঞতা অর্জন করিনি।
আইপিএলে কোনও এক দলে যোগ দেওয়া মানে শুধু ক্রিকেট নয়, অন্যান্য বিষয়ও রয়েছে। কখনোই আমি এই ফ্র্যাঞ্চাইজিতে সেই পরিবেশ পাইনি। আমি মনে করি আমি নিজে যেটা অনুভব করি তা স্পষ্টভাবে প্রকাশ করা দরকার। যখন আমি কোনও দলের জন্য খেলে থাকি, আমি সবসময় নিজের ১০০%, কখনও কখনও তারও বেশি দেওয়ার চেষ্টা করি। কিন্তু পাঞ্জাব কিংসের জন্য আমি নিজের ১০০% দিলেও তার বেশি কখনোই দেব না’।
