আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের নর্থাম্পটনশায়ারে পণ-সংক্রান্ত বিবাদের জেরে মৃত্যু হল তরুণীর। নিহতের নাম হর্ষিতা ব্রেলা। পুলিশ জানিয়েছে, ঘটনায় মূল সন্দেহভাজন হর্ষিতার স্বামী ২৩ বছরের পঙ্কজ লাম্বা। হর্ষিতার পরিবারের দাবি, লাম্বার পরিবার বিয়ের সময় সোনা ও নগদ অর্থ দেওয়া সত্ত্বেও পুনরায় পণ দাবি করেছিল সে। সেই পণ না দেওয়ায় আক্রোশ থেকেই খুন হতে হয়েছে হর্ষিতাকে।

 হর্ষিতার দিদি সনিয়ার অভিযোগ, চলতি বছরের ২২ মার্চ হর্ষিতার সঙ্গে বিয়ে হয়েছিল পঙ্কজের। বিয়েতে অনেক পণ দেওয়া হলেও পঙ্কজ তাতে খুশি হয়নি। আরও দাবিদাওয়া ছিল তাঁর। পুলিশ সূত্রে খবর, গত ১৪ নভেম্বর ইলফোর্ডের ব্রিসবেন রোডে পরিত্যক্ত অবস্থায় একটি গাড়িতে হর্ষিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবারের কাছে খবর পৌঁছয় তারপরের দিন। পঙ্কজের পরিবার খবর পেলে তাদের বিন্দুমাত্র চিন্তিত দেখায়নি বলে দাবি হর্ষিতার পরিবারের।

জানা গিয়েছে, ঘটনার পর থেকেই নিখোঁজ পঙ্কজ। তার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, এর আগে গত আগস্ট মাসে হর্ষিতা তাঁর স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। লাম্বার পরিবারের তরফে পুনরায় পণের জন্য চাপ দেওয়া হয়। মৃতের বাবা সম্পত্তি বিক্রি করে সেই পণের দাবি পূরণ করেন বলে জানা গিয়েছে। হর্ষিতার দিদির সন্দেহ, অভিযুক্ত পঙ্কজ বর্তমানে ভারতে লুকিয়ে। বিদেশমন্ত্রকের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তিনি।