আজকাল ওয়েবডেস্ক : এলজিবিটি কর্মীদের ‘চরমপন্থী’ আখ্যা দিয়েছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের রায়ে একথা বলা হয়েছে। এই রায়ের পর সমকামী ও ট্রান্সজেন্ডারদের প্রতিনিধিরা গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সামাজিক এলজিবিটি আন্দোলনকে চরমপন্থী হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং এই ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিচার মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপটি রাশিয়ায় যৌন অভিমুখীতা ও লিঙ্গ পরিচয়ের প্রকাশের ওপর লাগাম টানার বাড়তি প্ররোচনার অংশ যার মধ্যে ‘অপ্রথাগত’ যৌন সম্পর্কের প্রচারকে নিষিদ্ধ করা ও স্বেচ্ছায় লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ করা আইনও অন্তর্ভুক্ত।
রাষ্ট্রপতি ভ্লাদিমীর পুতিন দীর্ঘদিন ধরে পশ্চিমা সংস্কৃতির বিপরীতে ঐতিহ্যগত নৈতিক মূল্যবোধের রক্ষক হিসেবে রাশিয়ার ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করেছেন৷
গত বছর একটি বক্তৃতায় তিনি বলেছিলেন, আমার দৃষ্টিতে, পশ্চিমরা অদ্ভুত লিঙ্গ ও সমকামী প্যারেডের মতো নতুন কিছু গ্রহণ করাকে স্বাগত জানালেও অন্য দেশের ওপর এসব চাপিয়ে দেওয়ার অধিকার তাদের নেই।
আদালতের সিদ্ধান্ত ঘোষণার আগে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছিলেন, ক্রেমলিন এটি নিয়ে মাথা ঘামাচ্ছে না। এবিষয়ে কোনও মন্তব্য নেই।
রাশিয়া ইতিমধ্যে ১০০টির বেশি এলজিবিটি গ্রুপকে চরমপন্থী হিসেবে নিষিদ্ধ করেছে।