আজকাল ওয়েবডেস্ক: অন্যান্য প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল তারা। সেখান থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায় দুই পড়ুয়া। যদিও পুলিশের তৎপরতায় তাদের মাত্র ৩ ঘন্টার মধ্যেই উদ্ধার করা হয় তাদের। ঘটনাটি ঘটেছে গোয়ার পানাজির কাছে। পুলিশ জানিয়েছে, বুধবার পানাজি থেকে ৮ কিলোমিটার দূরের ওই স্কুলের প্রধান শিক্ষক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ১৩ এবং ১৪ বছরের দুই পড়ুয়ার আচমকা নিখোঁজ হওয়ার কথা জানান। দুপুর দেড়টা নাগাদ অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ খোঁজ শুরু করে। পুরনো গোয়ার একাধিক জায়গার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তথ্যসন্ধান শুরু করে। যদিও দুই পড়ুয়ার কাছে ফোন ছিল না, তবুও পুলিশ জানিয়েছে তদন্তের সহায়তার জন্য ওই দুজনের ফোন নম্বর, সেখান থেকে প্রাপ্ত কল রেকর্ড সহ একাধিক বিষয়ের ওপর নজর রেখেছিলেন তাঁরা। বিকেল সাড়ে ৪টা নাগাদ সমুদ্র সৈকত থেকে দুজনকে উদ্ধার করে পুলিশ। তবে দুই পড়ুয়ার আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার কারণ জানা যায়নি এখনও।