দুধসাদা পোশাক বর-কনের গায়ে। সাজ-সজ্জায় মহাভারতীয় মহাকাব্যের ছাপ স্পষ্ট। বুধবার চারহাত এক রণদীপ হুডা-লিন লইশরামের। বিয়ে মিটতেই উদযাপনের ছবি ভাগ করে নেন অভিনেতা। ধবধরে সাদা বিয়ের পোশাক দেখে সঙ্গে সঙ্গে কটাক্ষের বানভাসি! নেটব্যবহারকারীদের মন্তব্য, ‘রিন দিয়ে জামাকাপড় ধুয়েছে! তাই এত সাদা।’ 


View this post on Instagram





A post shared by Randeep Hooda (@randeephooda)



রণদীপ বিশেষ দিনের বিশেষ সাজ হিসেবে বেছে নিয়েছিলেন সাদা ধুতি, পাঞ্জাবি, উত্তরীয়। মাথায় সাদা উষ্ণীষ। লিন সুন্দর করে নিজেকে সাজিয়েছিলেন মণিপুরী পোশাকে। তাঁদের বিয়ের থিম মহাভারতের একটি পর্ব। যে পর্বে অর্জুন মণিপুরে গিয়ে চিত্রাঙ্গদাকে বিয়ে করেছিলেন। রণদীপের মতোই বরযাত্রীদেরও পোশাক ছিল দুধসাদা। খবর, সেখানকার রাজধানী ইম্ফলের একটি মন্দিরে তাঁরা সাতপাকে বাঁধা পরেন। অনুষ্ঠানে যথেষ্ট জাঁকজমক ছিল। কিন্তু পোশাক নজরে আসতেই ট্রোল শুরু। পাশাপাশি, তাঁরা নতুন জীবনের জন্য শুভেচ্ছা, আশীর্বাদ, ভালবাসাও পেয়েছেন।

VIDEO | Bollywood actor @RandeepHooda, the groom, reaches wedding venue to tie the knot with his girlfriend Lin Laishram in Imphal.
pic.twitter.com/CqRt06KF7q

— Press Trust of India (@PTI_News)
November 29, 2023



বিয়ের আসরে যাওয়ার আগে রণদীপ একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। জানান, অনেক দিনের বন্ধুত্বে এবার নতুন রং। এভাবেই সারা জীবন কাটাতে পারবেন তাঁরা, আশা করছেন। রণদীপের চোখে তাঁদের বিয়ে এক অপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন। পূর্ব এসে ধরা দিল পশ্চিমের কাছে। একই সঙ্গে তিনি রসিকতা করেছেন নববধূর সঙ্গে। জানিয়েছেন, তাঁর প্রচুর বাচ্চা চাই! সেই আবদার মেটাতে লিন যেন তাঁর পাশে থাকেন।