দেব এবং অঙ্কুশ হাজরা। টলিউডের দুই নায়ক। বক্স অফিসের দৌড়ে প্রতিদ্বন্দ্বীও বটে। তবে সে সবের ছাপ পড়ে না তাঁদের বন্ধুত্বে। যাবতীয় প্রতিযোগিতা ছাপিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভেসে যেতে পারেন তাঁরা। আরও একবার সেই ছবিই ধরা দিল লেন্সবন্দি মুহূর্তে।

২৫ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন। তাঁর বিশেষ দিন উদযাপনে হাজির হয়েছিলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরাও। কেক কাটা, নাচগান, খাওয়াদাওয়া, সব মিলিয়ে ছিল জমজমাট আসর। ছবিমুক্তির চাপ, বক্স অফিসের হিসেবনিকেশ ভুলে আনন্দে মেতে উঠেছিলেন ‘প্রজাপতি ২’-র নায়ক। সতীর্থ অঙ্কুশের সঙ্গে নেচে উঠলেন নিজের ব্লকবাস্টার গানে। আর ক্যামেরায় ধরা থাকল বর্ণিল সেই মুহূর্ত। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। পাশাপাশি নাচ করলেন দুই নায়ক। সেই যুগলবন্দি চাক্ষুষ করে খুশি অতিথিরাও।

টলিউডে নায়কদের মধ্যে নাচের দক্ষতায় আলাদা করে নিজের জায়গা করে নিয়েছেন দেব এবং অঙ্কুশ হাজরা। শুধু অভিনয়েই নয়, পর্দায় তাঁদের শক্তিশালী ডান্স মুভ, এনার্জি আর সাবলীলতা দর্শকদের বারবার মুগ্ধ করেছে। ‘মন মানে না’র সিগনেচার স্টেপে দেব যেমন নজরকাড়া, তেমনই অঙ্কুশের থেকেও চোখ ফেরানো দায়। নাচের সেই ভিডিও নেটমাধ্যমে পোস্ট করেন তিনি। নস্টালজিয়ায় ভেসে গেলেন অনুরাগীরা। দুই নায়ককেই ভরিয়ে দিলেন প্রশংসায়।

দু’জনেই নিজেদের মতো করে টলিউডে জায়গা করে নিয়েছেন। দেব যেমন বড় বাজেটের ছবি ও প্রযোজনার দায়িত্ব সামলে এগিয়ে চলেছেন, তেমনই অঙ্কুশ দর্শকের মন জয় করেছেন নিজের সাবলীল অভিনয় ও বহুমুখী কাজের মাধ্যমে। কখনও সঞ্চালনা, কখনও আবার প্রযোজনা। সবেতেই রয়েছেন তিনি। তবে আলাদা আলাদা পথ চললেও একে অপরের সাফল্যে তাঁরা বরাবরই খুশি হন, প্রকাশ্যে প্রশংসা করতেও পিছপ হন না। অতীতে একসঙ্গে ছবিতেও কাজ করেছেন তাঁরা।

 

শুধু পেশাদার সৌজন্য নয়, ব্যক্তিগত পরিসরেও তাঁদের বন্ধুত্ব দৃঢ়। একে অপরের ছবি মুক্তি পেলে শুভেচ্ছা জানানো, সাফল্যের আনন্দ ভাগ করে নেওয়া, সব ক্ষেত্রেই দেখা যায় দুই বন্ধুর সম্পর্কের উষ্ণতা। প্রতিযোগিতা যেখানে অনেক সময় দূরত্ব তৈরি করে, সেখানে দেব ও অঙ্কুশের ক্ষেত্রে তা যেন উল্টো কাজ করেছে।

এই কারণেই যখন দু’জনকে একসঙ্গে দেখা যায়, তখন প্রতিদ্বন্দ্বিতার গল্প চাপা পড়ে যায় বন্ধুত্বের উচ্ছ্বাসে। হাসি, আড্ডা আর পারস্পরিক সম্মানে ভরা সেই মুহূর্তগুলো প্রমাণ করে, টলিউডে বক্স অফিসের লড়াই থাকলেও তার ঊর্ধ্বে উঠে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। দেব ও অঙ্কুশের বন্ধুত্ব সেই দৃষ্টান্তই বারবার তুলে ধরে।