সমীর ধর, আগরতলা: ত্রিপুরায় নেশার বলি আরও ২ যুবক। এদিকে, বুধবার ত্রিপুরায় ঢোকার মুখে অসম পুলিশ একটি লরি থেকে আটক করেছে ২কোটি টাকার নেশা-সামগ্রী। আগরতলা শহরের জয়নগরে এক বাড়ির ভাড়া ঘর থেকে মঙ্গলবার উদ্ধার হয় তীর্থঙ্কর দাশগুপ্ত নামে এক যুবকের গলিত দেহ। পরিবার সূত্রে জানা যায়, নেশায় ডুবে থাকতেন তীর্থঙ্কর। অতিষ্ট হয়ে স্ত্রী আগেই ছেড়ে গিয়েছিলেন। অক্টোবরে এই বাড়িতে ভাড়া নেশাগ্রস্ত ছেলেকে নিয়ে থাকতে আসেন মা নমিতা দাশগুপ্ত। কিন্তু ছেলের উৎপাতে তিনিও বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেত বাধ্য হন। বন্ধ ঘরে নেশার ওষুধের তীব্র ডোজ-এ তীর্থঙ্করের মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। বুধবার সদর উত্তরের শানখলায় বিল্টু পান্ডে নামে ৩৪ বছরের এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় আত্মহত্যা করেন। এদিন অসমের করিমগঞ্জ জেলার পুলিশ ত্রিপুরার চোরাইবাড়ি ঢোকার মুখে একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নেশার সিরাপ, ট্যাবলেট ইত্যাদি আটক করে। চালক সমেত ত্রিপুরার ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।