আজকাল ওয়েবডেস্ক : টানা ১৭ দিনের লড়াই শেষে উত্তরকাশী থেকে উদ্ধার করা হয়েছে ৪১ জন শ্রমিককে। বুধবার সকলকেই ভারতীয় বিমান বাহিনীর বিশেষ কপ্টার করে নিয়ে যাওয়া হল হৃষিকেশ এইমসে। যদিও প্রতিটি শ্রমিকই সুস্থ রয়েছে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু তারপরও তাদের সকলের আরও একবার বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে বলেই জানা গিয়েছে। মঙ্গলবার রাতেই এই ৪১ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বুধবার হাসপাতালে শ্রমিকদের সঙ্গে দেখা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সেখানে তিনি শ্রমিকদের হাতে ১ লক্ষ টাকা করে তুলে দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এইমসে এই শ্রমিকদের ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। ঘটনাস্থল থেকে হৃষিকেশের দূরত্ব ১৫০ কিলোমিটার। শ্রমিকদের যাতে এই লম্বা পথ যেতে অসুবিধা না হয় সেজন্যেই বিমান বাহিনীর কপ্টার ব্যবহার করা হয়েছে। কপ্টারেও তাদের সঙ্গে চিকিৎসকের একটি দল ছিল।