আজকাল ওয়েবডেস্ক: কর্মস্থলকে জেলের থেকেও খারাপ বলে বর্ণনা করলেন এক কর্মচারী। সামাজিক মাধ্যমে ওই কর্মী একটি ছবি পোস্ট করেছেন। সেখানে নিজের কর্মস্থলে জেলের থেকেও খারাপ বলে জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, মাইক্রোসফট অফিসে ডেস্কটপ থেকে চোখ সরানোই যায় না, চোখের কোনও বিশ্রাম নেই, অফিসে ফোনের ব্যবহারও করা যায় না, যদি বাড়ি থেকে কোনও দরকারি ফোন আসে তাহলেই সেই ফোন ধরা যাবে।

 

মাইক্রোসফট অফিসের কর্মীর এহেন পোস্টে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ঝড় উঠেছে। অফিস চত্বরে সহকর্মীদের সঙ্গে কোনও কথা বলা যাবে না এমন ফতোয়াও জারি করেছে ওই অফিসটি। কীভাবে এখানে একজন মানুষ দিনের বেশিরভাগ সময়ে কাজ করবে তা নিয়ে নিন্দায় সরব হয়েছেন সকলেই। একজন লিখেছেন, এই ধরণের একটি অফিসের রিল তৈরি করা উচিত। অন্য একজন লিখেছেন একটি অফিসে যদি এই ধরণের কাজের পরিবেশ তৈরি করা হয় তাহলে সেখান থেকে কাজ করা উচিত নয়।

 

আরেকজন লিখেছেন, নীরবতার অফিস। কোনও কথা হয় না এখানে। এর থেকে জেল অনেক বেশি ভাল। সেখানে অন্তত সকলের সঙ্গে কথা বলা যাবে, চারিদিকে ঘুরে বেড়ানো যাবে। সেই প্রতিষ্ঠানকে কটাক্ষ করে আরেকজন লিখেছেন, নিজের অফিসের জোর খাটিয়ে কর্মীদের সঙ্গে এমন ব্যবহার করা বন্ধ করুন। যদি সেটা না হয় তাহলে অবিলম্বে আপনার অফিসের স্টাফরা কাজ ছেড়ে দিয়ে অন্য অফিসে যোগ দেবে।

 

বর্তমানে বিভিন্ন অফিস কর্পোরেট কালচার নিয়ে আসতে গিয়ে এই ধরণের কাজ শুরু করেছেন। অফিসের পরিবেশকে তারা দুর্বিসহ করে তুলেছেন। ফলে এখানে আর কাজ করা যাচ্ছে না। সময়ের থেকে বেশি কাজ করাটা অন্য বিষয় কিন্তু একজন কর্মী যদি অফিসে এসে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলে তাহলে তার থেকে খারাপ আর কিছুই হতে পারে না।