আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী শুক্রবার গুরু নানকের জন্মদিন। ওইদিন ছুটি থাকবে সরকারি অফিস, ব্যাঙ্ক। এই পরিস্থিতিতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে ওইদিন আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬ ট্রেন। আর গ্রিন লাইন ওয়ানে আপ ও ডাউন মিলিয়ে চলবে ৯০ ট্রেন।


দমদম থেকে কবি সুভাষ অবধি ব্লু লাইনে প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে চলে ২৮৮ মেট্রো। কিন্তু শুক্রবার গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে আপ ও ডাউন মিলিয়ে চলবে ২৩৬ মেট্রো। তবে প্রথম ট্রেনের সময়ে কোনও বদল হচ্ছে না। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.‌৫০ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশেও সকালে একই টাইমে মেট্রো ছাড়বে। আবার প্রতিদিনের মতো সকাল ৬.‌৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে। আবার সকাল সাতটায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে।


শেষ মেট্রোর সময়সূচিতেও কোনও পরিবর্তন হয়নি। রাত ৯.‌২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে। রাত ৯.‌৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে যাবে শেষ মেট্রো। আর একটি বিশেষ মেট্রো রাত ১০.‌৪০ মিনিটে কবি সুভাষ থেকে ছেড়ে দমদমের উদ্দেশে আসবে।

 
এদিকে গ্রিন লাইন ওয়ানে প্রতিদিনের মতো আপ ও ডাউন মিলিয়ে ১০৬ টি মেট্রোর পরিবর্তে চলবে আপ ও ডাউন মিলিয়ে চলবে ৯০ টি মেট্রো। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি। আর গ্রিন লাইন টু, পার্পল ও অরেঞ্জ লাইনে পরিষেবা রোজকারের মতো থাকবে।