আজকাল ওয়েবডেস্ক : নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফের জামিন পেলেন আরেক অভিযুক্ত। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গাঙ্গুলি। শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। আদালতের পক্ষ থেকে যে শর্ত রাখা হয়েছে তা হল, কল্যাণময় গাঙ্গুলিকে তদন্তে সহযোগিতা করতে হবে। কলকাতা পুরসভা এলাকায় থাকতে হবে। বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না। পাসপোর্ট থাকলে নিম্ন আদালতে জমা করতে হবে।
