সংবাদ সংস্থা মুম্বই: এক ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবু তাঁদের মধ্যে নেই রোম্যান্স, নিদেনপক্ষে নির্দোষ 'ফ্লার্ট'ও! এমন অসম্ভব কাণ্ড ঘটিয়েছেন রোহিত শেঠি তাঁর পরিচালিত 'সিংহম এগেইন' ছবিতে। কেন এক ছবিতে এরকম দুরন্ত জনপ্রিয় জুটিকে পেয়েও তাঁদের মধ্যে রোম্যান্সের বীজ বপন করা থেকে নিজেকে দূরে রাখলেন রোহিত শেঠি? সম্প্রতি এর জবাব দিয়েছেন রোহিত স্বয়ং।
এইমুহুর্তে তুমুল চর্চায় 'সিংহম এগেইন'। ছবিতে নজর কেড়েছেন প্রত্যেক তারকা৷ এছাড়াও জমাটি হলিউড স্টাইলে অ্যাকশন, হাড় হিম করা স্টান্টের ঝলক যেমন ধরা পড়েছে ছবিতে, তেমন বাদ পড়েনি একেবারে রোহিত শেঠির ছন্দে গাড়ি থেকে হেলিকপ্টার ওড়ানো।
তবে সবথেকে নজর কেড়েছে ছবির গল্পের সঙ্গে রামায়ণ-এর গল্প বলার কায়দা। এবারের দীপাবলিতে রামায়ণ-এর কায়দায় যে রোহিত শেট্টির 'কপ-ইউনিভার্স-এর সুদক্ষ পুলিশেরা কেস সলভ করেছে সেটা ভীষণ স্পষ্ট। 'সিংহম এগেইন'-এ 'রাম' হিসাবে ধরা দিয়েছেন অজয়। 'লক্ষ্মণ' হিসাবে প্রকাশ্যে এসেছেন পুলিশ অফিসার টাইগার শ্রফ। 'হনুমান' এর মতো দেখা মিলেছে রণবীর সিংয়ের। ছবিতে 'জটায়ু' হিসাবে রয়েছেন অক্ষয় কুমার। আর রাবণ? অর্জুন কাপুর এই চরিত্রে ধরা দেবেন। এবং 'সীতা' হিসাবে করিনা কাপুর খান। তবে নজর কেড়েছে ছবিতে আলতো করে 'অ্যাভেঞ্জার্স'-এর স্টাইল ছুঁয়ে যাওয়া পরিচালকের মুনশিয়ানা।
ফেরা যাক, রোহিত শেঠিতে। 'সিংহম এগেইন'-এর পরিচালক জানিয়েছেন তিনি ইচ্ছে করেই রণবীর-দীপিকার মধ্যে কোনও রোম্যান্টিক দৃশ্য রাখেননি। রাখেননি সামান্য 'ফ্লার্টিং' ছোঁয়া কথাবার্তাও। তাঁর কথায়, "যখন এমন ছবি নিয়ে কাজ করছি যার সঙ্গে 'রামায়ণ'-এর গল্পের সাদৃশ্য রয়েছে তখন স্বাভাবিকভাবেই অত্যন্ত সতর্ক থাকতে হয়। কারণ এই গল্পের সঙ্গে মানুষের বিশ্বাস জড়িয়ে। আর এই ছবিতে রণবীরের চরিত্রের সঙ্গে আমরা দর্শকের পরিচয় করাচ্ছি যখন 'হনুমান'-এর গল্প বলছেন কথক। অর্থাৎ ওঁর ছায়া রয়েছে রণবীর অভিনীত এই চরিত্রটিতে। তাই সেখানে এই চরিত্রটির সঙ্গে দীপিকা পাডুকোনের কোনওরকম ঘনিষ্ঠতা, রোম্যান্স পর্দায় দেখানো থেকে বিরত থেকেছি। চাইলেই তা করাটা সহজ ছিল। কিন্ত তা আমরা কেউ করিনি। কারণ, ওই যে মানুষের বিশ্বাস, ভক্তির সঙ্গে খেলতে আমরা নারাজ। এই ছবি দেখে দর্শক কোনওভাবে মনে আঘাত যেন না পান, সবসময় সেই বিষয়ে সতর্ক ছিলাম।"
