আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে নৃশংসতার চরম নজির। বাড়ির সামনে চিৎকার করছিল পাঁচটি কুকুর শাবক। সহ্য করতে না পেরে পেট্রল দিয়ে সবকটিকেই পুড়িয়ে মারল দুই মহিলা। ঘটনার জেরে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

স্থানীয় বাসিন্দাদের মতে, শোভা এবং আরতি নামে দুই মহিলার বাড়ির সামনে ওই কুকুর শাবকগুলি খেলা করছিল। তাদের চিৎকার সহ্য করতে পারেনি দুজন। এরপরই তারা বাড়ির বাইরে বেরিয়ে এসে কুকুর শাবকগুলির গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়। যখন এবিষয়ে ওই মহিলাদের প্রশ্ন করা হয় তখন তারা নানা ধরণের অশ্রাব্য ভাষায় কথা বলতে শুরু করেন। নিজেদের কাজের জন্য তারা বিন্দুমাত্র অনুতপ্ত ছিলেন না।

 

এরপর স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেয় পুলিশকে। পুলিশ আসার আগে ওই মহিলারা সেখান থেকে পালিয়া যায়। স্থানীয় বাসিন্দারাই উদ্যোগ নিয়ে কুকুর শাবকদের দেহগুলি কবর দেওয়ার ব্যবস্থা করেন। এরপর পুলিশ এসে কুকুর শাবকের দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত মহিলাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেবিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।