আজকাল ওয়েবডেস্ক : নিজের জিমেইল নিরাপদ রাখার দায়িত্ব রয়েছে আপনার হাতে। তবে যদি নেহাত আপনার জিমেইল হ্যাক হয়ে যায় তখন কিছুই করার থাকবে না। তাই আগে থেকে অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট করে রাখুন। সেখানে নিজের সব দরকারি তথ্য সরিয়ে নিয়ে রাখুন। তাহলে যদি প্রথমটি হ্যাক হয়ে যায় দ্বিতীয়টি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন।

আপনার জিমেল অ্যাকাউন্ট নিরাপদে রয়েছে? আদৌ জানেন তো সেটি নিরাপদে রয়েছে কি না? হ্যাক হয়েছে কি না, তা বোঝার উপায় জানা আছে? একবার ভেবে দেখুন, আপনার ইমেল অ্যাকসেস কারও হাতে চলে গেলে, সমস্ত জরুরি তথ্য যা ইমেলের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সেগুলির সব হ্যাক হতে পারে। কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে, আপনি আন্দাজও করতে পারছেন না। তাই ডিজিটাল জমানায় প্রতি পদে পদে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 

 

২০১৯ সালের ২ অক্টোবর গুগল ক্রোম ওয়েব ব্রাউজ়ারের জন্য লঞ্চ হয়েছিল গুগল পাসওয়ার্ড চেকআপ অ্যাড-অন। এর সাহায্যেই দেখে নেওয়া যায়, কোনও একটা জিমেল অ্যাকাউন্টে কত বার লগইন হয়েছে এবং আদৌ কোনও হ্যাকড লগইন হয়েছে কি না।

 

তবে সময়ের সঙ্গে তাল রেখে হ্যাকাররা আরও উন্নতি করেছে। তারা নতুন সফটওয়্যার তৈরি করে নিজের কাজ সারছে। তাদের কাছ থেকে বাঁচতে যদি আর একটি জিমেইল খোলা থাকে তাহলে অতি সহজে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন।