শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ডায়েরিয়ায় মৃত্যু ২ জনের, আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে, গ্রামে বসল মেডিক্যাল ক্যাম্প

Pallabi Ghosh | ০৫ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৫Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৩২ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে দু'জনের। সন্দেহ করা হচ্ছে পানীয় জলের কল থেকেই ছড়াচ্ছে ডায়েরিয়া। ব্যাপক আতঙ্ক হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার। জিরাট হাসপাতালে ভর্তি আক্রান্ত দু'জন। বাকিরা ভর্তি রয়েছেন কালনা সদর হাসপাতালে। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা।

 

ডায়েরিয়ার প্রকোপ প্রকট হয় গত রবিবার থেকে। ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়াপাড়া গ্রামে একের পর এক বাসিন্দার পেটব্যথা, বমি ইত্যাদি উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকাল পর্যন্ত ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ জন ছাড়িয়ে যায়। আক্রান্ত দু'জনকে পূর্ব বর্ধমানের কালনা হাসপাতালে করা হয়েছিল। সেখানেই সোমবার দুপুরে মৃত্যু হয় দু'জনের। মৃত দু'জন ওই গ্রামেরই বাসিন্দা মাতাল টুডু(৫০) এবং বনি কিস্কু(৬০)। 

 

সম্প্রতি অতিবৃষ্টি এবং ডিভিসি র ছাড়া জলে প্লাবিত হয়েছিল ওই এলাকা। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সন্দেহ করা হচ্ছে পানীয় জল থেকেই রোগ ছড়াচ্ছে। তাই ওই এলাকার পানীয় জলের টিউবয়েল গুলি বন্ধ করে খুলে ফেলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লক স্বাস্থ্য দপ্তর। ব্যানার লাগিয়ে গ্রামের দু'টি পুকুরের জল ব্যবহারের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আপাতত পানীয় জলের ট্যাঙ্ক দিয়ে জলের চাহিদা মেটানোর ব্যবস্থা করা হয়েছে। 

 

মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পেট খারাপ, বমি হচ্ছিল। কী থেকে হচ্ছে তা প্রথমে বুঝতে পারা যায়নি। এই উপসর্গ নিয়ে গ্রামের অনেকেই কালনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর আশা কর্মীদের মারফত পৌঁছয় স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি বলেছেন, ডায়েরিয়া হয়েছে গ্রামে জানার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে পানীয় জলের কল থেকে এই ডায়েরিয়া ছড়িয়েছে। তাই কলগুলোকে খুলে ফেলা দেওয়া হয়েছে। পুকুরের জল ব্যবহার করতেও নিষেধ করা হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কালনা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছিল। ইতিমধ্যেই সেখান থেকে কয়েকজন সুস্থ হয়ে ফিরে এসেছেন। পরবর্তীকালে আবারও কয়েকজনের একই উপসর্গ দেখা দিলে তাঁদের আবার জিরাট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে কাজ করছেন আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা। 

 

এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর জানিয়েছেন, আক্রান্তদের চিকিৎসা চলছে। সোমবার ব্লক স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল টিম গ্রামে গিয়েছিল। এদিন জেলা স্বাস্থ্য দপ্তর থেকে একটি টিম গ্রামে পৌঁছয়। জল থেকে না কোনও খাবার থেকে রোগ ছড়িয়েছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিন গ্রামে পৌঁছে জেলা স্বাস্থ্য দপ্তরের টিমকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। আক্রান্তদের সঙ্গে কথা বলেন। গোটা গ্রাম ঘুরে দেখার পর মহকুমা শাসক জানিয়েছেন, জেলা স্বাস্থ্য দপ্তরের টিম পর্যবেক্ষণে এসেছে। বাড়ি বাড়ি ঘুরে খোঁজ নেওয়া হচ্ছে। নমুনা সংগ্রহের কাজও সম্পন্ন হয়েছে। কী কারণে রোগ ছড়াচ্ছে সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফে ওই গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। গ্রামে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন, আশা কর্মী, এএনএম এবং স্বাস্থ্যকর্মীরা। 

ছবি পার্থ রাহা।


Hooghly Diarrhoea

নানান খবর

নানান খবর

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

ধেয়ে আসছে কালবৈশাখী!‌ কোন কোন জেলায় শনিবার ভারী দুর্যোগ জানুন 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া