আজকাল ওয়েবডেস্ক : রাজনীতির খবরের মধ্যে তাকে সবাই সামনের সারিতে দেখেছে। নিজের রাজ্য থেকে শুরু করে অন্য রাজ্য হোক বা লোকসভা থেকে শুরু করে বিধানসভা সব জায়গায় তার অবাধ গতি। এবার সেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বার্তা দিলেন শরদ পাওয়ার। 

 

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। তার পরেই কি রাজনৈতিক সন্ন্যাস নিতে চলেছেন বর্ষীয়ান এই নেতা ? মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন ৮৩ বছরের এনসিপি নেতা। এদিন তিনি জানান, ভবিষ্যতে আর কোনও ভোটে প্রার্থী হবেন না। রাজ্যসভার সাংসদ হিসেবে ১৮ মাসের মেয়াদ শেষ হলেই পুরোপুরি রাজনৈতিক সন্ন্যাস নেবেন। 

 

বারমতির জনসভা থেকে শরদ বলেন, "আমি ক্ষমতায় নেই...রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ আর বছর দেড়েক রয়েছে। ভবিষ্যতে কোনও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করব না। একটা সময় তো থামতেই হয়!" এইসঙ্গে তাঁকে মোট ১৪ বার বিধায়ক হিসেবে নির্বাচিত করার জন্য বারামতির নাগরিকদের ধন্যবাদ জানান তিনি।

 

তার ছয় দশকের রাজনৈতিক জীবনের সমাপ্তি এমন সময় হচ্ছে, যখন এনসিপি-কংগ্রেস এবং উদ্ধব ঠাকরের শিব সেনা লড়াইয়ে নামছে বিজেপি, শিণ্ডে সেনা এবং ভাইপো অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপির সঙ্গে। এই অবস্থায় পওয়ার বনাম পওয়ার লড়াই দেখতে চলেছে বারামতি। অজিত পওয়ারের সঙ্গে কাঁটায় কাঁটায় লড়াই শরদ সমর্থিত আরেক ভাইপো যুগেন্দ্র পওয়ারের সঙ্গে। তাই এই সময় নিজেকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা করে নতুন যুগকে বরণ করার ডাক দিলেন এই প্রবীণ নেতা।