সংবাদসংস্থা মুম্বই: ৫৯তম জন্মদিনে বড় ঘোষণা করলেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়ে ছিলেন তিনি নাকি দিনে ১০০ টার বেশি সিগারেট খান। এই বছর জন্মদিনে অনুরাগীদের সাক্ষী রেখে শাহরুখ জানালেন, তিনি আর ধূমপান ছাড়ছেন। শাহরুখ জানান, ''প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় বদল আসায়, একটু অসুবিধা হচ্ছে। আশা করছি, সেই সমস্যাও তাড়াতাড়ি কেটে যাবে।"

 

 

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের ফ্যানক্লাবের তরফে কিং খানের এই ঘোষণার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োটিতে শাহরুখের পোশাক দেখলেই বোঝা যায় অতি সম্প্রতি দুবাইতে ছেলে আরিয়ানের পোশাক ব্র্যান্ডের লঞ্চ অনুষ্ঠানে গিয়েই এই ঘোষণা করেছিলেন শাহরুখ। তবে তাঁর কথাতেই স্পষ্ট সাম্প্রতিক সময়ে শ্বাস নিতে সমস্যা দেখা দিয়েছিল তাঁর। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

 

বরাবরই শাহরুখের অতিরিক্ত ধূমপানের অভ্যাসের কথা প্রায় সকলেরই জানা ছিল। ২০১১ সালে এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই নিজের অতিরিক্ত ধূমপানের অভ্যাস সম্পর্কে মুখ খুলেছিলেন। বলেছিলেন, "আমি দিনে অন্তত ১০০টি সিগারেট খাই। প্রায় ৩০ কাপ ব্ল্যাক কফি খাই। তবে জল আর খাবার খেতে একপ্রকার ভুলেই যাই। তারপরেও যদিও আমার সিক্স প্যাক আছে।" 

 

 

এবার শাহরুখই ধূমপান ছাড়ার কথা বলে এখন সকলকে অবাক করে দিয়েছেন। 'কিং খান'-এর এই সিদ্ধান্তে দারুণ খুশি তাঁর অনুরাগীরা।