টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘নজরে বিনোদন’-এ। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
আদিত্যর শার্ট গায়ে!
কী কাণ্ড! এদিকে সম্পর্কে লুকোচুরি। ওদিকে আদিত্য রায় কাপুরের টি শার্ট পরে রাস্তায় অনন্যা পাণ্ডে! ধূসর রঙের যে টিশার্ট আদিত্য পরেছিলেন সেটিই সপ্তাহের প্রথম দিনে নায়িকার অঙ্গে। চোখে পড়তেই ক্যামেরায় বন্দি তিনি। ভাইরাল প্রশ্ন দেখে নিন্দুকদের মন্তব্য, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়?
ডিপফেকের কবলে
এ বার ডিপফেকের শিকার আলিয়া ভাট। একটি ভিডিওয় খোলামেলা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। আপত্তিকর অঙ্গভঙ্গিও করেছেন তিনি। যদিও ভিডিও দেখে বোঝা গিয়েছে পুরোটাই আধুনিক প্রযুক্তির কারসাজি। তা সত্ত্বেও সামাজিক পাতায় ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও। তবে আলিয়া কিন্তু মুখ খোলেননি।
সানির কু-কীর্তি!
প্রয়াত পরিচালক রাজকুমার কোহলির স্মরণসভায় উপস্থিত বলিউডের একাধিক তারকা। সমাজমাধ্যমে স্মরণসভার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, বিন্দু দারা সিং আর সানি দেওল কথা বলছেন। বলতে বলতে উভয়েই হেসে ফেলেন। কিন্তু নিন্দা শুনতে হয়েছে সানিকে। কারণ, তাঁর পাশে তখন পিতৃহারা আরমান কোহলি। তাই নিয়ে অনুরাগীদের ক্ষোভ, শোকসভায় গিয়ে এ কী করলেন ‘গদর’-এর ‘তারা সিং’!
৫০০ কেজির মেশিনগান!
এত ভারী বন্দুক নিয়ে নাকি শুটিং করেছেন রণবীর কাপুর। তাঁর আসন্ন ছবি অ্যানিমেল-এ। এখবরে সিলমোহর দিয়েছেন প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজন। জানিয়েছেন, ৫০০ কেজির মেশিনগানটি স্ক্র্যাচ থেকে তৈরি। চার মাসের সময়ের মধ্যে রিয়েল স্টিল দিয়ে তৈরি। ১৮ মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে মেশিনগানটি।
‘ভাইজান’-এর ভাগ হবে না!
তিনি একা একা উপভোগ করবেন সলমন খানের ছবি। এই ভাবনা থেকে টাইগার ৩ দেখানো হচ্ছে এমন একটি প্রেক্ষাগৃহের সমস্ত টিকিট তিনি নিজেই কিনে নিয়েছেন! তিন কোটিরও বেশি ফলোরার্স এই টিকটক স্টারের। একা প্রেক্ষাগৃহে হাত-পা ছড়িয়ে বসে ছবি দেখতে দেখতে টুইটে তার ভিডিও-ও পোস্ট করেছেন। বিবরণীতে লিখেছেন, ‘ভাইজান’-এর ভাগ হবে না!
আদিত্যর শার্ট গায়ে!
কী কাণ্ড! এদিকে সম্পর্কে লুকোচুরি। ওদিকে আদিত্য রায় কাপুরের টি শার্ট পরে রাস্তায় অনন্যা পাণ্ডে! ধূসর রঙের যে টিশার্ট আদিত্য পরেছিলেন সেটিই সপ্তাহের প্রথম দিনে নায়িকার অঙ্গে। চোখে পড়তেই ক্যামেরায় বন্দি তিনি। ভাইরাল প্রশ্ন দেখে নিন্দুকদের মন্তব্য, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়?
ডিপফেকের কবলে
এ বার ডিপফেকের শিকার আলিয়া ভাট। একটি ভিডিওয় খোলামেলা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। আপত্তিকর অঙ্গভঙ্গিও করেছেন তিনি। যদিও ভিডিও দেখে বোঝা গিয়েছে পুরোটাই আধুনিক প্রযুক্তির কারসাজি। তা সত্ত্বেও সামাজিক পাতায় ছড়িয়ে পড়েছে ওই আপত্তিকর ভিডিও। তবে আলিয়া কিন্তু মুখ খোলেননি।
সানির কু-কীর্তি!
প্রয়াত পরিচালক রাজকুমার কোহলির স্মরণসভায় উপস্থিত বলিউডের একাধিক তারকা। সমাজমাধ্যমে স্মরণসভার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, বিন্দু দারা সিং আর সানি দেওল কথা বলছেন। বলতে বলতে উভয়েই হেসে ফেলেন। কিন্তু নিন্দা শুনতে হয়েছে সানিকে। কারণ, তাঁর পাশে তখন পিতৃহারা আরমান কোহলি। তাই নিয়ে অনুরাগীদের ক্ষোভ, শোকসভায় গিয়ে এ কী করলেন ‘গদর’-এর ‘তারা সিং’!
৫০০ কেজির মেশিনগান!
এত ভারী বন্দুক নিয়ে নাকি শুটিং করেছেন রণবীর কাপুর। তাঁর আসন্ন ছবি অ্যানিমেল-এ। এখবরে সিলমোহর দিয়েছেন প্রোডাকশন ডিজাইনার সুরেশ সেলভারাজন। জানিয়েছেন, ৫০০ কেজির মেশিনগানটি স্ক্র্যাচ থেকে তৈরি। চার মাসের সময়ের মধ্যে রিয়েল স্টিল দিয়ে তৈরি। ১৮ মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হয়েছে মেশিনগানটি।
‘ভাইজান’-এর ভাগ হবে না!
তিনি একা একা উপভোগ করবেন সলমন খানের ছবি। এই ভাবনা থেকে টাইগার ৩ দেখানো হচ্ছে এমন একটি প্রেক্ষাগৃহের সমস্ত টিকিট তিনি নিজেই কিনে নিয়েছেন! তিন কোটিরও বেশি ফলোরার্স এই টিকটক স্টারের। একা প্রেক্ষাগৃহে হাত-পা ছড়িয়ে বসে ছবি দেখতে দেখতে টুইটে তার ভিডিও-ও পোস্ট করেছেন। বিবরণীতে লিখেছেন, ‘ভাইজান’-এর ভাগ হবে না!
