সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’-এর মুক্তির দিন অবশেষে চূড়ান্ত। প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবির মুক্তির তারিখ শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা টি-সিরিজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দর্শকদের ক্যালেন্ডার মার্ক করে রাখার বার্তাও দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় টি-সিরিজ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি কালো-সাদা পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখে,“মনে রাখবেন…আগামী ৫ মার্চ, ২০২৭-এ বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে স্পিরিট!” বলাই বাহুল্য, এই ঘোষণার সঙ্গেই প্রভাস-ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে।

 

ছবিমুক্তির তারিখ ঘোষণার পর মুহূর্তের মধ্যেই কমেন্ট সেকশন ভরে ওঠে। কেউ প্রভাসকে আখ্যা দেন “প্যান ইন্ডিয়ান এক নম্বর ” হিসেবে, আবার কেউ উচ্ছ্বাসের পাশাপাশি প্রকাশ করেন অধৈর্যতাও। “উফ আর অপেক্ষা করতে পারছি না রে ভাই”, “উফফ ২০২৭ যে এখনও বড্ড দূর”-এমন মন্তব্যের পাশাপাশি বহু ভক্ত প্রশ্ন তোলেন, “আহা, এত দেরি করে কেন মুক্তি পাচ্ছে ছবিটা?”

 

দীর্ঘ অপেক্ষা হলেও স্পষ্ট, সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রভাসের এই প্রথম জুটিকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া।

 

 

প্রসঙ্গত, ছবিটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছিল ২০২৬ সালের ১ জানুয়ারি, ঠিক মধ্যরাতে। নতুন বছরের শুরুতেই প্রকাশ পাওয়া সেই ফার্স্ট লুক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্টারে দেখা যায় একেবারে ভিন্ন রূপে প্রভাসকে -লম্বা চুল, মুখে ক্ষতের চিহ্ন, চোখে তীব্র আগুন। পাশে দাঁড়িয়ে তৃপ্তি দিমরি তাঁর সিগারেট ধরিয়ে দিচ্ছেন। রুক্ষ ও তীব্র এই ভিজ্যুয়ালই ইঙ্গিত দিয়েছিল, ‘স্পিরিট’ হতে চলেছে ভীষণ ডার্ক ও ইনটেন্স এক গল্প।

 

‘স্পিরিট’ প্রভাস ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার প্রথম কাজ। আবেগপ্রবণ ও স্টাইলিশ নির্মাণের জন্য পরিচিত ভাঙ্গার এই ছবিতে অ্যাকশন আর গভীর মানসিক টানাপোড়েন একসঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রভাসের বিপরীতে মুখ্য নারী চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি।
যদিও ছবির গল্প এখনও সম্পূর্ণ গোপন, তবে প্রথম ঝলকের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, এটি হবে চরিত্রনির্ভর, অন্তর্দ্বন্দ্বে ভরা এবং উচ্চঝুঁকির নাটকীয়তায় মোড়া এক সিনেমা।

 

সব মিলিয়ে, ৫ মার্চ ২০২৭। এই তারিখ এখন থেকেই প্রভাস-ভক্তদের ক্যালেন্ডারে লাল দাগে চিহ্নিত। অপেক্ষা দীর্ঘ, কিন্তু প্রত্যাশা তার চেয়েও অনেক বেশি।