সিদ্ধার্থ মালহোত্রা আজ তাঁর ৪১তম জন্মদিন উদযাপন করছেন। সপরিবারে। গতকাল রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই এই বলিউডের হার্টথ্রবের উদ্দেশ্যে সমাজমাধ্যম জুড়ে শুভেচ্ছার ঢল নেমেছে। ভক্ত থেকে বন্ধু, সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। তবে এ বছরের জন্মদিন সিদ্ধার্থের কাছে নিঃসন্দেহে আরও একটু বিশেষ। কারণ, এটাই তাঁর জীবনের প্রথম জন্মদিন একজন বাবা হিসেবে।

এই বছর স্ত্রী কিয়ারা আদবানি ও তাঁদের কন্যাসন্তান সারায়াহ-কে সঙ্গে নিয়েই নিজের বিশেষ দিনটি কাটাচ্ছেন সিদ্ধার্থ। গত বছরের জুলাই মাসে পৃথিবীর আলো দেখেছিল তাঁদের ছোট্ট মেয়ে। আর জন্মদিনে ঠিক সেই পারিবারিক সুখেরই এক ঝলক ভাগ করে নিলেন কিয়ারা।

ইনস্টাগ্রামে স্বামী সিদ্ধার্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিয়ারা লেখেন, “সারায়াহর সবচেয়ে প্রিয় মানুষ এবং সে মনের অন্দরে ও বাইরেও সবচেয়ে সুন্দর একজন মানুষ। এখনও তোমার উপরই ক্রাশ খাই। এবার আমাদের ছোট্ট মেয়েটাও। শুভ জন্মদিন।”

এই আবেগঘন শুভেচ্ছার সঙ্গে কিয়ারা শেয়ার করেন সিদ্ধার্থের একটি ছবি, যেখানে তিনি স্বমহিমায় ধরা দিয়েছেন। পাশাপাশি ছিল জন্মদিনের কেকের ছবিও, যেখানে লেখা, “শুভ জন্মদিন, প্রিয়তম। সারায়াহর বাবা। ড্যাডি কুল।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KIARA (@kiaraaliaadvani)