সিদ্ধার্থ মালহোত্রা আজ তাঁর ৪১তম জন্মদিন উদযাপন করছেন। সপরিবারে। গতকাল রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই এই বলিউডের হার্টথ্রবের উদ্দেশ্যে সমাজমাধ্যম জুড়ে শুভেচ্ছার ঢল নেমেছে। ভক্ত থেকে বন্ধু, সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। তবে এ বছরের জন্মদিন সিদ্ধার্থের কাছে নিঃসন্দেহে আরও একটু বিশেষ। কারণ, এটাই তাঁর জীবনের প্রথম জন্মদিন একজন বাবা হিসেবে।
এই বছর স্ত্রী কিয়ারা আদবানি ও তাঁদের কন্যাসন্তান সারায়াহ-কে সঙ্গে নিয়েই নিজের বিশেষ দিনটি কাটাচ্ছেন সিদ্ধার্থ। গত বছরের জুলাই মাসে পৃথিবীর আলো দেখেছিল তাঁদের ছোট্ট মেয়ে। আর জন্মদিনে ঠিক সেই পারিবারিক সুখেরই এক ঝলক ভাগ করে নিলেন কিয়ারা।
ইনস্টাগ্রামে স্বামী সিদ্ধার্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিয়ারা লেখেন, “সারায়াহর সবচেয়ে প্রিয় মানুষ এবং সে মনের অন্দরে ও বাইরেও সবচেয়ে সুন্দর একজন মানুষ। এখনও তোমার উপরই ক্রাশ খাই। এবার আমাদের ছোট্ট মেয়েটাও। শুভ জন্মদিন।”
এই আবেগঘন শুভেচ্ছার সঙ্গে কিয়ারা শেয়ার করেন সিদ্ধার্থের একটি ছবি, যেখানে তিনি স্বমহিমায় ধরা দিয়েছেন। পাশাপাশি ছিল জন্মদিনের কেকের ছবিও, যেখানে লেখা, “শুভ জন্মদিন, প্রিয়তম। সারায়াহর বাবা। ড্যাডি কুল।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by KIARA (@kiaraaliaadvani)
এরপরই সামনে আসে সিদ্ধার্থের জন্মদিনের পার্টির এক মনকাড়া মুহূর্ত। মাঝরাতে কিয়ারার গলায় শোনা যায় ‘বার বার দিন ইয়ে আয়ে’ নিজের হাতে স্বামীর জন্য জন্মদিনের গান গাইছেন তিনি। সেই মুহূর্তে সিদ্ধার্থের মুখে লাজুক হাসি, আর পাশে দাঁড়িয়ে উচ্ছ্বসিত হয়ে কিয়ারা-কে উৎসাহ দিচ্ছেন করন জোহর ও মনীশ মালহোত্রা।
ভিডিওটি পোস্ট হতেই মন্তব্যের ঘরে আবেগে ভাসেন অনুরাগীরা। এক নেটিজেন লেখেন, “বছরের পর বছর কিয়ারার প্রিয় মানুষ থেকে সারায়াহর প্রিয় মানুষ, অনেকটা পথ পেরিয়ে এসেছ সিদ্ধার্থ। শুভ জন্মদিন!”
আরেকজনের মন্তব্য, “শুভ জন্মদিন সিদ্ধার্থ। আর কিয়ারা, তোমার গানের কিন্তু গলাটা ভীষণ সুন্দর।” পাশাপাশি আরও একজন লেখেন, “আজ ইন্টারনেটে সবচেয়ে মন ভাল করা জিনিস এটাই।”
কারও কথায়, “এই পোস্টটার জন্যই অপেক্ষা করছিলাম! ‘আও’ বলা থামছেই না। কিয়ারার গান আর ক্যাপশন -সবটুকুই অসম্ভব মিষ্টি।”
সব মিলিয়ে, বাবা হিসেবে সিদ্ধার্থ মালহোত্রার প্রথম জন্মদিন যেন শুধু তাঁর নয়, ভক্তদের কাছেও এক আবেগঘন উদযাপন হয়ে উঠেছে।