আজকাল ওয়েবডেস্ক: তিনি ল্যাব কর্মী নন, ল্যাব সহযোগী। ইসিজি আগে করেননি। কীভাবে করতে হয় জানেন না। কিন্তু দিওয়ালির কারণে কর্মী গিয়েছেন ছুটিতে। এই পরিস্থিতিতে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করছেন তাঁর ল্যাব সহযোগীই। কারণ, বিকল্প পথ নেই। কিন্তু কীভাবে? ইসিজি করছেন ইউটিউব দেখে! ঘটনায় তাজ্জব সাধারণ মানুষ। শুধু তাজ্জব নন, সরকারি হাসপাতালের এই ঘটনা ভয় ধরাচ্ছে রীতিমত।
ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে রাজস্থানের যোধপুরে একটি সরকারি হাসপাতালে ইসিজি করার আগে ইউটিউব দেখে শিখে নিচ্ছেন পদ্ধতি। স্বাভাবিক ভাবেই ওই ভিডিও প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে।
সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এক রোগীর পরিবার এই ঘটনার প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, ওই যুবক জানিয়েছিলেন, কর্মী না থাকায় কোনও বিকল্প রাস্তা নেই, তাঁকেই করত হবে ইসিজি। এভাবে প্রশিক্ষণ ছাড়াই কেউ এই কাজ করার চেষ্টা করলে তাতে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে অভিযোগ করেছ ওই পরিবার। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও পরিবারের সদস্যদের এই বিষয়ে আলোচনা, প্রতিবাদ করতে শোনা গিয়েছে।
