আজকাল ওয়েবডেস্ক: দীপাবলি উপলক্ষ্যে আলোর উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ। কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার অন্যভাবে পালন করেছেন এই উৎসব। আলোর উৎসবে সেজে ওঠার পাশাপাশি বাজি ফাটিয়ে দীপাবলি পালন করেছেন অনেকেই। সেই রকমই এক ভাইরাল হওয়া ঘটনা সামনে এল এবার।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যামাজন অ্যালেক্সার মাধ্যমে রকেট ওড়ালেন এক ব্যক্তি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, অ্যালেক্সা ডিভাইসকে একটি কমান্ড দিতেই সোজা আকাশে উড়ে গেল রকেট। ভিডিওতে ওই ব্যক্তি বলেন, “অ্যালেক্সা, লঞ্চ দ্যা রকেট।' তখন অ্যালেক্সা সোজা সুরে উত্তর দেয়, “ইয়েস বস, লঞ্চিংদ্যা রকেট।' তারপরেই ঠিক সুতুলিতে আগুন জ্বলে উঠে সোজা উড়ে যায় রকেটটি।
গোটা ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ১৩ মিলিয়নেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি। তবে এই ধরনের ভিডিও বানাতে অনেক প্রযুক্তিগত কাজ করতে হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন ওই ব্যক্তি। ভয়েস কমান্ড দিয়ে রকেট ওড়ানোর ভিডিও দেখে রীতিমত মুগ্ধ নেটিজেনরা। অনেকে মজা করে বলেছেন, ইলন মাস্কের থেকে অন্তত ১০০ বার ফোন আসবে ওই ব্যক্তির কাছে।
