আজকাল ওয়েবডেস্ক: পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডিঙি নৌকা উল্টে গিয়ে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার মিঠিপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই মৎস্যজীবীর নাম পাণ্ডব হালদার (৩০)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার হালদারপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও নিজের ডিঙি নৌকা নিয়ে পদ্মা নদীতে ইলিশ এবং অন্যান্য মাছ ধরতে বেরিয়েছিলেন পেশায় মৎস্যজীবী পান্ডব।
তিনি যখন খেজুরতলা ঘাটের কাছে ডিঙি নৌকা থেকে মাছ ধরছিলেন সেই সময়ে হটাৎই জলের স্রোতে ডিঙি নৌকাটি উল্টে যায়।
পাণ্ডবের ডিঙি নৌকাটি উল্টে যেতে দেখে আশেপাশে আরও যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরছিলেন তারাঁ দ্রুত তাঁর সাহায্যের জন্য ছুটে যান। কিন্তু তারা পান্ডবের কাছাকাছি পৌঁছনোর আগেই নদীর স্রোতে ডিঙি নৌকাটি তলিয়ে যায়, তলিয়ে যান পাণ্ডব নিজেও।
উল্লেখ্য, 'ডানা' ঘূর্ণিঝড় রাজ্যে আছড়ে পড়ার আগের দিন হঠাৎ ওঠা ঘূর্ণিঝড়ে সামশেরগঞ্জ এবং ফারাক্কা এলাকায় নদীতে তলিয়ে যায় একাধিক ডিঙি নৌকা। সেইসময় মুর্শিদাবাদের মৎসজীবীদের সঙ্গে মালদার কয়েকজন মৎসজীবী গঙ্গা নদী থেকে মাছ ধরছিলেন। ঢেউয়ের ধাক্কায় মালদার মৎসজীবীদের একটি নৌকা উল্টে গিয়ে দুই নাবালক সহ এক মৎসজীবী নিখোঁজ হয়ে যান।
রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, ডিঙি নৌকা উল্টে মৎস্যজীবী নিখোঁজ হওয়ার পরই স্থানীয় বাসিন্দারা এলাকায় তল্লাশি শুরু করেন। তাঁদের সঙ্গে ইতিমধ্যেই নিজেদের স্পিডবোট এবং নৌকা নিয়ে তল্লাশিতে নেমেছে ওই এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিদের খবর দেওয়া হয়েছে।
